টলিপাড়ার (Tollywood) বহুল চর্চিত এবং হিট জুটির কথা বললে নাম আসে অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush Hazra-Oindrila Sen)। সর্বদাই তারা চর্চায় থাকেন। নতুন বছরের শুভারম্ভেই তাদের নতুন ছবি লাভ ম্যারেজ মুক্তি পেয়েছে। ছবিটির প্রচার করতে গিয়ে এক বড়সড় দাবী করেন। অভিনেতা বলেন যে, তিনি তখনই ঐন্দ্রিলাকে বিয়ে করলে সেখানে থাকবেননা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)!
এদিকে টেলিপাড়ার কান পাতলেই এখন শোনা যাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। কবে যে তারা দুজন সাত পাকে বাঁধা পড়বেন, সেই নিয়ে তাঁরা দুজন মুখে কুলুপ এঁটেছেন বটে কিন্তু মানুষের তাই নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগেই ছবির প্রোমোশনের সময় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দুজনকেই জিজ্ঞাসা করা হয় বিয়েতে ইন্ড্রাস্টির অভিনেতা-অভিনেত্রীদের কী ভাবে আমন্ত্রণ জানাবেন তারা।
পুরো বিষয়টাই বেশ একটি মজার খেলার মাধ্যমে চলতে থাকে। উত্তর জানার জন্য তাঁদের সামনে টেবিলে বাটির মধ্যে কিছু অভিনেতা-অভিনেত্রীর নাম চিরকুটে লিখে রাখা হয়। এরপর সেখান থেকে বিভিন্ন তারকার বিষয়ে উত্তর দিতে থাকেন দুজনে। বহু সুপারস্টারের নাম উঠে আসে সেখানে। এমনকি বাংলাদেশের তারকারাও ঠাঁই পান সেই চিরকুটে।
বিষয়টি নিয়ে অঙ্কুশের বক্তব্য যে, সমস্ত তারকাই খুব কাছের হওয়ায় তারাই বিয়ে সামলাবেন। কিন্ত যেই না চিরকুটে মিঠুনের নাম উঠে এসেছে অমনি ভিরমি খেয়েছেন তিনি। মিঠুন চক্রবর্তীকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন অঙ্কুশ। ঐন্দ্রিলার বক্তব্য মিঠুন নাকি বিয়ে ভেঙ্গে দেবেন! ওদিকে অঙ্কুশ বলেন ‘মিঠুন দা বর বদলে গেলে তবেই আসবেন’।
আসলে অঙ্কুশ নাকি খুবই বেশি জ্বালাতন করে অভিনেতাকে। আর সেজন্য তিনি ঐন্দ্রিলার জন্য অন্য পাত্রের খোঁজ চালাচ্ছেন মহাগুরু। মিঠুনের প্রশ্ন কিভাবে ১৩ বছর একসাথে আছেন তারা। এত জ্বালাতন কীকরে সহ্য করছেন ঐন্দ্রিলা তাই নিয়ে বেশ কৌতূহলী মহাগুরু। আসলে এই পুরোটাই বেশ মজার ছলে হয়েছে। হাসি ঠাট্টার জন্যই একথা বলেন অঙ্কুশ।