Another goods train accident 5 coaches derailed north bengal trains impacted

ব্ৰেকিং: আবারও রেল দুর্ঘটনা! লাইনচ্যুত ৫টি বগি, ব্যাহত উত্তরবঙ্গের ট্রেনচলাচল

নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর হচ্ছে রেলযাত্রা। একেরপর এক রেল দুর্ঘটনার (Train Accident) খবর এসেই চলেছে। সম্প্রতি আবারও মালগাড়ি লাইনচ্যুত (Goods Train Derailed) হওয়ার খবর মিলেছে। শুক্রবার সকালেই ঘটেছে দুর্ঘটনাটি। যেমনটা জানা যাচ্ছে কাটিহারের দিকে যাওয়া মালগাড়িটির ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরে। স্বাভাবিকভাবেই খবর প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ইতিমধ্যেই মালদহের হবিবপুরের বিডিও অংশুমান দত্ত দুর্ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন। একইসাথে কাটিহার ডিভিশনের রেল অধিকারিকেরাও স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুরু হয়েছে লাইন থেকে মালগাড়ির বগি সরানোর কাজও। কারণ যে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে তাতে তেল বোঝাই রয়েছে। আর বেশ বিপজ্জনক ভাবে হেলে আছে বগিগুলি। তাই দ্রুত সেগুলিকে সরিয়ে নিতে হবে।

দুর্ঘটনার জেরে লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। সামসি স্টেশনে ১ ঘন্টারও বেশি দাঁড়িয়ে রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও উত্তরবঙ্গগামী আরও একাধিক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ট্রেনটিকে প্রথমে কাটিহার স্টেশনে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপর নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে মালগাড়িটি। বারেবারে এমন দুর্ঘটনা হতে থাকায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুনঃ এবার ২০ কোচের হবে বন্দে ভারত এক্সপ্রেস, দারুণ সুখবর দিল ভারতীয় রেল

বিগত ২ মাসের এই নিয়ে ৫টি ট্রেন দুর্ঘটনা হল। ৩০শে জুলাই চক্রধরপুর ডিভিশনে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি মেল। এর আগে ২৯ শে জুলাইতে একটুর  জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। তার আগে ১৮ই জুয়েলাই উত্তর প্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এছাড়াও ১৭ই জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X