Anurager Chowa Award

সেরা জুটি ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-দীপা, পুরস্কার পেতেই খুশিতে আত্মহারা স্বস্তিকা-দিব্যজ্যোতি

টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয়তা বেড়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের সূর্য-দীপার। তাঁদের সম্পর্কের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। আর সে কারণেই টিআরপি তালিকায় একেবারে শীর্ষস্থানে নিজের জায়গা ধরে রেখেছে স্টার জলসার এই ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে কেবলমাত্র অনস্ক্রিন নয়, অফস্ক্রিন এও নাকি চুটিয়ে প্রেম করছেন এই জুটি। শুটিংয়ের সময় ছাড়াও একসাথে বেশ কিছুটা সময় একান্তই কাটাচ্ছেন এই দুই তারকা। যদিও প্রেমের কথা অস্বীকার করেছেন দুজনেই। তবে প্রেমের গুঞ্জনের মাঝেই দার্জিলিং বেড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সূর্যর সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী দীপা। আর তাতেই দুয়ে দুয়ে চার করতে খুব বেশি সময় লাগেনা নেটিজেনদের।

তবে অফস্ক্রিন জুটির গল্প যেমনই হোক না কেন অনস্ক্রিন জুটির রসায়নের জন্য এবার তাঁরা জিতে নিলেন সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানালেন অভিনেত্রী স্বস্তিকা। দর্শকদের উদ্দেশ্যে তিনি লেখেন ,’ সকলকে অনেক ধন্যবাদ। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ সিজন ২ তে আমরা সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার জিতে নিয়েছি’। তবে কেবলমাত্র দর্শকদের নয়। ধারাবাহিকের গোটা পরিবারকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩। সেখানেই সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার হাতে তুলে দেওয়া হল স্বস্তিকা ঘোষ ওরফে দীপা এবং দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্যর। পুরস্কার পেয়ে যথেষ্টই খুশি তাঁরা। এদিনের এই অনুষ্ঠান থেকেই টলিউড জগতে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নেন সোহিনী সরকার।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

মাত্র কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘শ্রীকান্ত’। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউডের এই অভিনেত্রী। তাঁর পাশাপাশি এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু, মধুমিতা সরকার সহ আরও একঝাঁক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীরা।

Avatar

Additiya

X