Anurag Kashyap

Moumita

‘সলমনকে বুকের চুল বাড়াতে বলায় আমায় বাদ দিয়েছিল’, ভাইজানের দাদাগিরির বিরুদ্ধে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

সে ফিল্ম ইন্ডাস্ট্রি হোক কী নেটিজেনদের ডিমান্ড, সবকিছুতেই বড্ড বেশি ঠোঁটকাটা তিনি। প্রসঙ্গ যাই হোক না কেন, তাতে নিজের মত জানাতে পিছপা হন না তিনি‌। এমনকি যার বিরুদ্ধে কথা বলতে গেলেও সবার ঠোঁট কাঁপে সেই বলিউডের (Bollywood) ভাইজান সলমনকে (Salman Khan) নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বসেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।

   

পরিচালকের অভিযোগ, সলমন নাকি তাকে একটা ছবি থেকে বের করে দিয়েছিলেন। সম্প্রতি ‘আনফিল্টারড বাই সামদিশ’-র শোয়ে হাজির হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। আর সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে ভাইজানের কথা।পরিচালক জানান, সলমনের সুলতান, দাবাং এবং বজরঙ্গি ভাইজান ছবিগুলো তার ভালো লেগেছে।

তারসাথে এটাও বলেন, ‘যদিও সলমন একটা ছবিতে আমায় পরিচালকের আসন থেকে সরিয়ে দিয়েছিলেন। সেটা হল তেরে নাম।’ কিন্তু ভাইজানের এই সিদ্ধান্ত কেন? অনুরাগের কথায়, ‘তেরে নাম-এ সলমনের যে চরিত্রটি সেটি আগ্রা, মধুরা এলাকার দেখানো হয়েছিল, তাই আমি সলমনকে চরিত্রের প্রয়োজনে বুকের চুল বাড়াতে বলি। আর তাতেই বিরক্ত হয়ে সলমন আমাকে ছবি থেকে বাদ দিয়ে দেন।’

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সলমন খান,শাহরুখ খান,অনুরাগ কাশ্যপ,নোরা ফাতেহি,Bollywood,Entertainment,Gossip,Controversy,Salman Khan,Shahrukh Khan,Anurag Kashyap,Nora Fatehi

প্রসঙ্গত উল্লেখ্য, পরবর্তীকালে ছবিটি পরিচালনা করেন সতীশ কৌশিক। সলমনের কথা আলোচনা হবে আর শাহরুখের কথা হবেনা তাই কখনও হয়? শাহরুখ প্রসঙ্গে অভিনেতা জানান, শাহরুখ তার হৃদয় জুড়ে রয়েছেন। সাম্প্রতিক ছবি ‘পাঠান’ নিয়ে বলেন, ‘আমি চেয়েছিলাম, এই ছবিটা হিট হোক। শাহরুখের প্রত্যাবর্তনে আমি খুবই খুশি। শাহরুখ কীভাবে এত ফিট থাকতে পারেন, সেটা আমিও বুঝি না।’

পাশাপাশি শাহরুখের সাথে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তিনি। অনুরাগের কথায়, ‘হ্যাঁ, আমি ওর সঙ্গে কাজ করার কথা অনেকবার ভেবেছি। আসলে শাহরুখ আমার কলেজের সিনিয়ার ছিলেন। যখনই উনি আমায় ফোন করেন, ফোন ধরে আমি আগে উঠে দাঁড়িয়ে পড়ি, তারপর কথা বলি। শাহরুখ আমার কাছে আমার বড় ভাইয়ের মতো। আমার কী করা উচিত না উচিত উনি বলতে থাকেন, তবে এখন সেটা আমার উপরেই ছেড়ে দিয়েছেন।’

পাশাপাশি পরিচালক এটাও জানান, শাহরুখই নাকি তাকে টুইটারে থাকতে না করেছিলেন। অনুরাগের কথায়, ‘আসলে প্রত্যেকে যারা আমায় ভালোবাসেন, তারা চান, আমি জীবনকে তাদের মতো করে দেখি।’ এইদিন আলোচনার মাঝে উঠে আসে নোরা ফাতেহির কথাও। অনুরাগ জানান, তিনি নাকি নোরার নৃত্যকলার একনিষ্ঠ ভক্ত। পাশাপাশি এটাও জানান যে, নোরার বর্তমান সময়টা বড্ড ভালো যাচ্ছে।