নিউজ শর্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) রেজাল্ট বেরোনোর দিন। নতুন পুরনো সিরিয়ালের ভিড়ে ফের একবার টিআরপি তালিকায় জেগে উঠেছে পর্দার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ওরফে জ্যাস সান্যাল। গত সপ্তাহের পর এই সপ্তাহেও ৮.১ নম্বর নিয়ে টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে জগদ্ধাত্রী। তবে শুধু জগদ্ধাত্রী নয় টিআরপি তালিকায় প্রথম স্থানে জ্বলজ্বল করছে আরও একটি নাম তা হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকেরও প্রাপ্ত নম্বর একই।
একদিকে জগদ্ধাত্রীতে কাঁকনকে উদ্ধারের পর দিব্যা সেনকে জেলে ঢুকিয়েছে জ্যাস। অন্যদিকে মেনান কাঁকনের কাছে স্নেহ-মমতা পেয়ে এখন ভালো মানুষ হওয়ার পথে এগোচ্ছে। অন্যদিকে দত্ত বাড়ির তারকাটা বউমা পর্ণা সৃজনের সাথে হানিমুন ক্যান্সেল করে দেওর চয়নের সাথে বান্ধবী রুচিরার বিয়ে দিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সব মিলিয়ে দুটি ধারাবাহিক থেকেই এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছেন না দর্শক।
অন্যদিকে টিআরপি তালিকায় ৭.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে ‘ফুলকি’। অন্যদিকে লাগাতার দর্শকদের বিক্ষোভের মুখে পড়ে কিছুটা হলেও হুঁশ ফিরেছে স্টার জলসার এককালের বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র। গত সপ্তাহে টিআরপি তালিকা থেকে ছিটকে যাওয়ার পর এই সপ্তাহে দুর্দান্ত কামব্যাক করেছে এই সিরিয়াল।
৭.২ নম্বর নিয়ে এক ধাক্কায় একেবারে তৃতীয় স্থানে চলে এসেছে অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহে এই একই নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার হট ফেভরিট শিমুলের ‘কার কাছে কই মনের কথা’। এছাড়া এই তালিকায় ৬.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থান অধিকার করে রেখেছে স্টার জলসার ‘তোমাদের রানী’। অন্যদিকে সবাইকে চমকে দিয়েছে স্টার জলসার একেবারে নতুন সিরিয়াল ‘গীতা LLB’-ও। এই সপ্তাহে ৬.২ নম্বর নিয়ে পঞ্চম স্থান অধিকার করে ফেলেছে এই সিরিয়ালটি।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বাড়বে TRP! বেঙ্গল টপার সিরিয়ালে এন্ট্রি ইন্দ্রানীর, প্রোমো দেখে খুশি দর্শকেরা
তাছাড়া এই সপ্তাহে টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করেছে, ‘সন্ধ্যাতারা’, ‘Love বিয়ে আজকাল’, ‘রাঙা বউ’ এবং ‘ ইচ্ছে পুতুল’-এর মত বাংলা সিরিয়ালগুলিও। আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী (৮.১)
দ্বিতীয় – ফুলকি (৭.৬)
তৃতীয় – অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই (৭.২)
চতুর্থ – তোমাদের রাণী (৬.৪)
পঞ্চম – গীতা LLB (৬.২)
ষষ্ঠ –সন্ধ্যাতারা (৬.১)
সপ্তম – Love বিয়ে আজকাল (৬.০)
অষ্টম – ইচ্ছে পুতুল এবং রাঙা বউ (৫.৯)
নবম –হরগৌরী পাইস হোটেল (৫.৮)
দশম – জল থই থই ভালোবাসা (৫.৭)