ছাড়াছাড়ি হতেই ভোলবদল দীপার, বৌয়ের লাস্যময়ী অবতার দেখে অবাক সূর্য, ফাঁস স্বস্তিকার লুক

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। সেই শুরুর থেকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি। যদিও বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় কিছুটা হলেও ফিকে হয়েছে অনুরাগের ছোঁয়ার ম্যাজিক। তবে সে যাই হোক, সূর্য এবং দীপার কেমিস্ট্রি বরাবরই পছন্দ ভক্তদের। আর ভক্তদের পছন্দের অভিনেত্রী দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)।

সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অন্যান্য তারকাদের মত সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় তিনি। নিজের জীবনের নানা মুহূর্তের ছবি, ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। স্বস্তিকার একটি রিল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন। পর্দার দীপার বাইরে স্বস্তিকার বাস্তব জীবনের এই ভোলবদল দেখে মন ভরে গিয়েছে তার ভক্তদের।

প্রতিদিন টিভির পর্দায় বাঙালি গৃহবধুর লুকে দীপাকে দেখে সকলেই ভাবেন যে বাস্তবেও হয়তো স্বস্তিকা এমন ভাবেই থাকেন। কিন্তু এমনটা মোটেই নয়। সম্প্রতি সিরিয়ালের লুক ভেঙে একেবারে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। যা দেখে মনে ঝড় উঠেছে নেটিজেনদের। অভিনেত্রীকে সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে ইনস্টাগ্রামে। যেই ভিডিওতে তাকে দেখে ঘুম উড়েছে অনুরাগীদের।

এদিন স্বস্তিকার পরনে রয়েছে সাদা রংয়ের ফিনফিনে শাড়ি, আর ব্লাউজের ফাঁকে উঁকি দিচ্ছে স্পষ্ট ক্লিভেজ। তার সাথেই অনবদ্য এক্সপ্রেশন দীপার। এই রিল ভিডিওতে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র ‘তুম ক্যায়া মিলে’ (Tum Kya Mile) গানে কোমর দোলাতে দেখা গিয়েছে। এই ভিডিওতে ইতিমধ্যেই প্রচুর লাইক আর কমেন্ট পড়েছে।

Papiya Paul

X