Anurager Chhowa

anita

জিতে গেল মিশকা! ডিভোর্স হবে সূর্য-দীপার, ‘অনুরাগের ছোঁয়া’য় এন্ট্রি নিল নতুন নায়ক

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নিয়ে নতুন করে কিছুই বলার নেই।  ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) দর্শকদের নয়নের মনি।  পর্দায় সূর্য চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং তার বিপরীতে দীপা চরিত্রে স্বস্তিকা ঘোষ এখন দর্শকদের কাছে সেরা জুটি। তাই এই জুটিকে নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনার শেষ নেই।

   

পর্দার সূর্য-দীপাকে নিয়ে কোন হেটার্সরা বিরূপ মন্তব্য করলে তেড়ে আসেন ভক্তরা। এমনকি সিরিয়ালের খলনায়িকা মিশকা (Mishka) সেনকেও ছেড়ে কথা বলেন না দর্শক। সূর্যদীপাকে এক মুহূর্তের জন্যও আলাদা দেখতে চান না দর্শক। কিন্তু এবার সেই অঘটন টাই ঘটতে চলেছে সিরিয়ালে।

গত পর্বেই দর্শক দেখেছেন নিজের সাধের অনুষ্ঠানে মিশকা মিডিয়ার সামনে জানিয়েছে সে চায় সূর্য দীপাকে ডিভোর্স দিয়ে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিক। এবার এমনটাই ঘটতে চলেছে সিরিয়ালে। অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে প্রকাশ্যে আসা ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এই প্রমোতে দেখা যাচ্ছে টেবিলের ওপর ডিভোর্স পেপার রেখে লাবণ্য দীপাকে বলছে ‘সবার ভালোর জন্য তোমাদেরআলাদা হতে হবেই দীপা।’

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Divorce,ডিভোর্স,Arjun Chakraborty,অর্জুন চক্রবর্তী,New Hero,নতুন নায়ক,New Promo,নতুন প্রোমো,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

দীপা তখন সূর্যের কাছে জানতে চাইবে আপনারও কি একমত? তখন বেশ নিরুত্তাপ দেখায় সূর্যকে। এবং সেও মায়ের কথায় সম্মতি জানিয়ে বলে ‘আমাদের কাছে কি আর কোনো উপায় আছে দীপা?’ তখন দীপা বলে ঠিকই তো সব খারাপের দায় তো আমাকেই নিতে হবে।’

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Divorce,ডিভোর্স,Arjun Chakraborty,অর্জুন চক্রবর্তী,New Hero,নতুন নায়ক,New Promo,নতুন প্রোমো,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

এরপর দেখা যায় সূর্য-দীপা সুজনেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। তারপরের দৃশ্যেই দেখা যায় একজন নতুন নায়ক হাতে গিটার নিয়ে গানের সুর তুলছেন। আর বলছেন ‘আমাদের দীপা কোথায় ? ও আসবে তো এই রিইউনিয়নে? ও না আসলে এই ডুয়েট কমপ্লিট হবে কি করে?’

পর্দায় এই নতুন নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। এর আগে শেষবার তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের কালজয়ী বাংলা সিরিয়াল ‘গানের ওপারে’তে। এই সিরিয়ালের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অর্জুনকে। একের পর এক অভিনয় করে গিয়েছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে। আর এবার অনুরাগের ছোঁয়াতে সম্ভবত দীপার  নতুন নায়ক হয়ে এন্ট্রি হচ্ছে তাঁর। এই সিরিয়ালে আগামী দিনে তাঁকেও একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে।