Anuarager Chhowa Serial might take a big leap

TRP টানতে ১০ বছরের লিপ নিচ্ছে মেগা, দীপাকে ছাড়াই এগোবে ‘অনুরাগের ছোঁয়া’?

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের একসময়ের সুপার ফেবারিট ছিল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ষ্টার জলসার এই মেগার জন্য রীতিমত অপেক্ষায় থাকতেন সকলে। সূর্য দীপাকে এক হতে দেখার জন্য চাতকের মত চেয়ে থাকলেও একটার পর একটা বিপদ এসে তছনছ করেছে সুখের সংসার। তবে একটা কথা বলতেই হয় একাধিক মেগা শুরু হয়ে টিআরপির অভাবে বন্ধ হয়ে গেলেও সূর্য-দীপা থেকে সোনা-রুপার জনপ্রিয়তা কিন্তু এখনও একই রয়ে গিয়েছে।

কিছুদিন আগেই গল্পে দেখা গিয়েছে বন্যায় ভেসে গিয়েছে দীপা। এদিকে রুপাও বোন সোনা আর বাবা সূর্যর থেকে দূরেই থাকছে। মাকে কেন বাঁচাতে পারল না বাবা সেই নিয়ে বড্ড অভিমান জমেছে তাঁর মনে। এদিকে এতবছর পর যখন সংসারটা গুছোতে শুরু হয়েছিল তখন ফের দীপাকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়ার মত অবস্থা সূর্য আর সোনা দুজনেরই। এরই মাঝে জানা যাচ্ছে বড় আপডেট।

Anurager Chhowa Serial Surja Deepa

টেলিপাড়ার সূত্রমতে বড়সড় লিপ নিতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’। এক ধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে যাবে গল্প। পাল্টে যাবে সোনা ও রুপা চরিত্রের অভিনেত্রীরা। ইতিমধ্যেই নাকি প্রোমোর শুটিংও হয়ে গিয়েছে। কানাঘুষো রয়েছে রুপার চরিত্রের জন্য নাকি ‘করুণাময়ী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে। তবে সোনার চরিত্রে কাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তাহলে কি সত্যিই পাল্টাচ্ছে চরিত্ররা?

অফিসিয়ালি কোনো ঘোষণা এখনো আসেনি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে আপাতত পাল্টাচ্ছে না কেউ। তবে দীপাকে এখন দেখা যাচ্ছে না। যার জেরে অনেকেই ভাবছেন যে হয়তো দীপাকে ছাড়াই এগোবে গল্প। কিন্তু না তেমনটাও হচ্ছে না। কারণ এই মুহূর্তে না দেখা গেলেও আগামীতে আবারও দীপাকে দেখা যাবে অনুরাগের ছোঁয়াতে।

আরও পড়ুনঃ বিয়ের পরেই ফিরল স্মৃতি? সুইটির ছুটির ঘন্টা বাজাতে তার কাটল পর্ণার, ফাঁস ব্লকবাস্টার পর্ব

বর্তমানে সোনা আর রুপাকে কেন্দ্র করেই চলবে ধারাবাহিকটি। একদিকে সোনাকে নিজের মত করে বড় করবে সূর্য। অন্যদিকে রুপা বড় হবে নিজের মত করে বাবা ও বোনের থেকে আলাদা হয়ে। তারপর? সেটা এখন দর্শকদের মত সকলের কাছেই অজানা। ভবিষ্যতে কোনো বড় টুইস্ট আসতেই পারে। তার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X