Anurager Chowa

Moumita

‘অযথাই গল্পকে টানা হচ্ছে, দর্শকদের আবেগের দাম নেই’? ‘অনুরাগের ছোঁয়া’য় একই ট্র্যাক দেখে বিরক্ত দর্শকমহল

এইমুহুর্তে টেলিভিশনের অন্যতম একটি চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। হামেশাই সংবাদ শিরোনামে থাকে এই সিরিয়ালটি। টিআরপি (TRP) তালিকায় লাগাতার টপ করেছে সূর্য-দীপার কাহিনী। তবে এবার বোধহয় জনপ্রিয়তায় ভাঁটা পড়ছে।

   

যারা এই সপ্তাহের টিআরপি তালিকা দেখেছেন তারা তো জানেনই যে, ‘অনুরাগের ছোঁয়া’ স্লট লিড করেছে বটে তবে এক ধাক্কায় পয়েন্ট কমেছে অনেকটাই। ৯.১ থেকে সোজা নেমে গেছে ৮.৮-এ। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কমেছে সিরিয়ালের জনপ্রিয়তা।

আর সম্প্রতি আবারও এসেছে বড় চমক। এটা তো সবাই দেখেছেন যে, সূর্য এবং দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। দুই যমজ মেয়ে সোনা-রূপা এখনও জানেনা তাদের গোটা পরিবারের আসল পরিচয়। টুকটাক বেশকিছু সত্যি সামনে এসেওছে। তবে আসল সত্যি এখনও অধরা।

 

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

এদিকে রূপাকে চিনেছে তার ঠাকুমা। জেনেছে নাতনীর আসল পরিচয়। তিনি চান ঘরের লক্ষ্মী ঘরে ফিরুক। সেই চেষ্টাই করেন বারবার। তার এই চেষ্টায় সাথ দিয়েছে প্রবীরও‌। যদিও আত্মসম্মানী দীপা এসবে মোটেও রাজি নন। যতদিন না সূর্য তাকে বিশ্বাস করবে ততদিন সেনগুপ্ত পরিবারে ফিরবেনা সে।

এইসবের মধ্যে সূর্যও রূপাকে আপন করে নিয়েছে। যদিও রূপার আসল পরিচয় সে জানেনা তবে রূপার প্রতি এক অকৃত্রিম টান অনুভব করে সে। অজান্তেই নিজের মেয়ের পড়াশোনার সমস্ত দায়ভার সে নিজের কাঁধে তুলে নেয়। এমতাবস্থায় সকলেই চাইছিল যে, এবার গোটা পরিবারটা এক হয়ে যাক। কিন্তু নির্মাতাদের ইচ্ছে বোধহয় অন্য কিছু।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

বারংবার সূর্য দীপা মুখোমুখি হলেও গল্পের প্লট এমনভাবে লেখা হয়েছে যে, তারা কিছুতেই এক হতে পারছেনা। এমনকি শেষে তো সূর্য এটাও জেনে গেছে সোনার ফুল মা আসলে দীপাই। আর তারপর থেকেই রেগে আগুন হয়ে আছে সে। আর এই ট্র্যাক দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছে দর্শকরাও। অনেকেই তো বলছে, এই একই জিনিস চলতে থাকলে সিরিয়াল দেখাই বন্ধ করে দেব। এখন দেখা যাক, নির্মাতারা কী গল্প লেখেন!