বাংলা টেলিভিশনে (Television) এখন কেবলমাত্র ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa) রাজত্ব। আট থেকে আশি রাত্রি সাড়ে নয়টা বাজলেই পৌঁছে যায় টিভির সামনে। সময়ের সাথে সাথেই যেন দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের (Bengali Serial) প্রতি ভালোবাসা। যার ঝলক দেখা যাচ্ছে সাপ্তাহিক TRP তালিকাতেও।
ইতিমধ্যেই বেশকিছু মজাদার এপিসোড দেখেছেন আপনারা। দেখেছেন সোনা রূপার মন ভালো করা মুহুর্ত। আর তারসাথে দেখা গেছে সূর্য দীপার কিছু রোমান্টিক মুহূর্ত। তবে সূর্য-দীপা কাছাকাছি আসবে আর সেটা কি বসে বসে দেখবে মিশকা? এমনটা তো হতেই পারেনা। সেই কারণেই মিশকা এঁটেছে নতুন ফন্দি।
গতকাল সাধু বেশে থাকা তবলার কাছে নাকানি-চোবানি খাওয়ার পর মিশকা ঠিক করে নিয়েছে এবার দীপাকে একেবারে প্রাণেই মেরে ফেলবে সে। এই কারণেই এক মেকানিকের কাছে গাড়ির নাম্বার প্লেট বদলে মিশকা পৌঁছে গেছে দীপার পেছন পেছন। এই গাড়ি দিয়েই দীপাকে পিষে ফেলার ছক কষেছে মিশকা।
তবে হয়ে গেছে হিতে বিপরীত। দীপাকে বাঁচিয়ে দিয়ে গাড়ির সামনে চলে আসে সূর্য। আর তাতেই নিজের পায়ে একটা বড়সড় চোট পেয়ে যায় সে। সূর্যের চোট লাগার দৃশ্য গাড়িতে বসে দেখে মিশকা মনে মনে ভাবতে থাকবে ‘এ আমি কি করলাম’! এদিকে দীপার চোখে পড়ে, মিশকার শাড়ির একাংশ।
সূর্যকে কোনভাবে হাসপাতালে নিয়ে আসতেই পেছন পেছন সেখানে এসে পৌঁছায় মিশকা। হাসপাতালে এসেই কান্নাকাটি শুরু করে দেয় সে। তবে ততক্ষনে মিশকার পরনে থাকা শাড়ি আর গাড়িতে থাকা মহিলার শাড়ির রঙ মিলে যেতেই সবটা জলের মত পরিস্কার হয়ে যায় দীপার কাছে। সেটা নিয়ে বলতেই নতুন নাটক শুরু করে সে।
আর এসবের মাঝেই হাসপাতালে এসে পৌঁছায় লাবণ্য এবং বাকিরা। দীপা লাবণ্যকেও জানায় গোটা বিষয়টা। সবটা শোনার পর মিশকার কাছে কৈফিয়ত চায় লাবণ্য। তাতে সূর্য বিরক্ত হয়ে গেলে, অ্যাক্সিডেন্টের পিছনে কে আছে তার উত্তর জানতে পুলিশে ফোন করবে লাবণ্য। এখন দেখা যাক এই ঘটনার কিনারা পুলিশ করতে পারবে কি না? আপনার কী মনে হয়? লিখে জানান কমেন্ট বক্সে।