Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,New Promo Video,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,নতুন প্রোমো ভিডিও

লাবণ্য পেল ‘দীপা-রূপা’র খোঁজ! ফাঁস হল ‘অনুরাগের ছোঁয়া’র জমজমাট ট্র্যাক, রইল ভিডিও

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। প্রথম থেকেই ধারাবাহিকটি দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। তার উপর সূর্য-দীপার মধ্যেকার দূরত্ব, সোনা-রূপার দুষ্টুমি সবে মিলিয়ে বেশ টানটান উত্তেজনা তৈরী হয়েছে ধারাবাহিকটিতে।

যারা সিরিয়ালটি নিয়মিত ফলো করছেন তারা তো জানেনই যে, প্রবীরের অ্যাক্সিডেন্ট হয় আর তাকে নিয়ে হাসপাতালে আসে দীপা। ডাক্তার তাকে জানায়, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল না হলেও অনেক টেস্ট করতে হবে। যার জন্য খরচও হবে ভালোই।

আর এইকথা শুনে একপ্রকার বাধ্য হয়েই সূর্যকে খবর দেওয়ার কথা বলে দীপা। আর এই খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসে সূর্য। আর সেখানে এসে চমকে ওঠে সে। এসে দেখে সেখানে তার বাবার পাশে রয়েছে দীপা। সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে অনুরোধ করেন প্রবীর।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,New Promo Video,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,নতুন প্রোমো ভিডিও

যদিও সূর্য সেসবের ধার দিয়েও যায়না। যথারীতি দীপাকে অপমান করে সে। সূর্য টাকা দিতে চাইলে পাল্টা জবাব দেয় দীপাও। যদিও অনুরাগীদের ধারণা ছিল, এবার হয়ত মিলন হবে দুই নায়ক নায়িকার। কিন্তু নির্মাতারা বোধহয় এখনই সেটা চাননা। এখনও অনেকটা পথ বাকি যে।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,New Promo Video,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,নতুন প্রোমো ভিডিও

এদিকে দীপা চলে যেতেই হাসপাতালে আসে লাবণ্য। দীপা কোথায় জানতে চাইলে সূর্য জানায়, দীপার কথা শোনার কোনো ইচ্ছে তার নেই। এমতাবস্থায় লাবণ্য দীপার ছবি নিয়ে তাকে খুঁজতে বের হয়। আর ঠিক তখনই তার দেখা হয় রূপার সাথে। রূপাকে জিজ্ঞেস করতে যাবে আর ঠিক তখনই ফোনের চার্জ শেষ হয়ে যায়।

এমতাবস্থায় লাবণ্য রূপাকে তার নাম জিজ্ঞেস করতে যাবে আর ঠিক তখনই ছুটে চলে যায় রূপা। ওদিকে দীপা ঠিক করে, সে রূপাকে নিয়ে এখন থেকে অনেক দূরে চলে যাবে। এমতাবস্থায় সেনগুপ্ত পরিবার কীভাবে এক হবে? এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ ।

Avatar

Moumita

X