Anwesha Hazra comeback with new serial with actor Nilankur Mukhopadhyay

ছোটপর্দায় ফিরছেন সন্ধ্যাতারা খ্যাত অন্বেষা, নায়ক হবে কে? ফাঁস হল পরিচয়

নিউজশর্ট ডেস্কঃ অন্বেষা হাজরাকে (Anwesha Hazra) মনে আছে নিশ্চই? এই পথ যদি না শেষ হয় থেকে সন্ধ্যাতারা সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী। সন্ধ্যাতারা শেষ হওয়ার পর দীর্ঘদিন ছোটপর্দায় দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি জানা যাচ্ছে জি বাংলার নতুন মেগাতে কামব্যাক করছেন অভিনেত্রী। এই খবর পাওয়া মাত্রই খুশি অন্বেষা ভক্তরা।

যেমনটা জানা যাচ্ছে জি বাংলায় যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের নতুন ধারাবাহিকে লিড রোলেই থাকবেন অভিনেত্রী। অলরেডি প্রোমোর শুটিং হয়ে গিয়েছে, শীঘ্রই হয়তো প্রোমো ভিডিও প্রকাশ্য আসবে। তবে দর্শকদের মনে এখন থেকেই প্রশ্ন জাগছে কার সাথে জুটি বেঁধে কামব্যাক করছেন অন্বেষা? উত্তর হল নতুন নায়কের সাথে দেখা যাবে অভিনেত্রীকে।

অন্বেষা হাজরার নতুন হিরো কে?

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে হৃত্বিক মুখার্জী ও সন্ধ্যাতারা সিরিয়ালে সৌরজিৎ ব্যানার্জীর সাথে দেখা গিয়েছিল তাকে। তবে এবার নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সাথে দেখা যাবে তাকে। এর আগে কালার্স বাংলার ‘রাম কৃষ্ণা’ সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

আগেই বলা হয়েছে যে প্রোমো শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে নতুন মেগার নাম এখন পর্য্ন্ত জানা যায়নি। বর্তমানে সিনেমার কাজেও কিছুটা ব্যস্ত আছেন অভিনেত্রী। মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেনে দেখা যাবে অন্বেষা হাজরাকে। এর আগে ‘চিনি ২’ দিয়ে বড়পর্দায় পা রাখেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘কুকথা’ রটাচ্ছে প্রাক্তন! রণজয় বিষ্ণুকে আইনি নোটিশ পাঠালেন সোহিনী সরকার

প্রসঙ্গত, জি বাংলার পর্দায় আসছে আরও একটি মেগা ‘অমর সঙ্গী’। গল্পে নায়ক নায়িকা হিসাবে থাকছেন নীল-শ্যামোপ্তি। ইতিমধ্যেই প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আগামী কাল থেকে দুপুর ২টো ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X