Anwesha Hazra upcoming Serial Anondi with Writthik Mukherjee on Zee Bangla First Promo out

ফিরছে উর্মি-টুকাইবাবু জুটি, নেটপাড়ায় ভাইরাল অন্বেষা হাজরার নতুন মেগা ‘আনন্দী’র প্রথম প্রোমো

নিউজশর্ট ডেস্কঃ টেলিপাড়ায় এখন প্রতি মাসেই নতুন সিরিয়ালের (Bengali Serial) মেলা। টিআরপি তালিকায় একজনের নাম্বার কমতেই থাবা বসাচ্ছে নতুন মেগা। অবশ্য অন্বেষা হাজরা (Anwesha Hazra) যে ফিরছেন সে খবর আগেই মিলেছিল। আর এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও। ফের ‘টুকাইবাবু’ থুড়ি ঋত্বিক মুখোপাধ্যায়ের সাথেই জুটি বাঁধতে চলেছেন অন্বেষা। যেটা দেখে দারুণ খুশি দর্শকেরা।

এর আগে অবশ্য জানা গিয়েছিল অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্বেষার বিপরীতে। কিন্তু প্রোমো আসতেই দেখা গেল অন্য ছবি। যদিও এতে বেশ খুশিই হয়েছেন সকলে। কারণ ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মি আর টুকাই বাবুর জুটি আজও সকলের মনেই গেঁথে রয়ে গিয়েছে। এরপর সন্ধ্যাতারাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর কিছুদিনের বিরতি আর এবার ফের নতুন মেগা নিয়ে কামব্যাক।

Anwesha Hazra new bengali serial anondi

ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে প্রথম প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পেশায় ডাক্তার গল্পের নায়ক। বাড়িতে তার ঠাম্মিকে ইনজেকশন দিতে গিয়ে হিমশিম খাওয়ার মত অবস্থা সকলের। ঠাম্মির দাবি একটা ফুটফুটে নাতবৌ আনলেই নাকি সুস্থ হয়ে যাবেন তিনি। এরপর নায়কের বক্তব্য নাতবৌ নয় দরকার একজন নার্সের। এরপরেই দেখা যায় নার্সিং স্কুলে ডাক্তারের বাড়িতে যেতে কেউ রাজি নয় শুধুমাত্র আনন্দী ছাড়া।

এরপর দেখা যায় খেলার চলে ঠিক ঠাম্মির হাতে ইনজেকশন দিচ্ছে আনন্দী। যেটা দেখে হায়ক ঋত্বিকও মুগ্ধ হয়ে বলে আপনার হাতটা তো বেশ ভালো। উত্তরে আনন্দী বলে, হাত টাত কিছু ভালো নয়, আসলে ভালোবাসতে বাসতে মনের অসুখ সারাতে শিখে গেছি। এরপর ভালোবাসা দিয়ে সব অসুখ সরানো যায় কি না জিজ্ঞাসা করলে উত্তর আসে, মনের আনন্দে বাঁচা তো যায়! এমন একটা সুন্দর প্রোমো প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল। ২৪ ঘন্টা পেরোনোর আগেই ফেসবুকে ৩৭ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! ছোটপর্দায় ফিরছেন ‘ভালোবাসা ডট কম’ খ্যাত মধুবনী গোস্বামী

বোঝাই যাচ্ছে নতুন এই মেগার জন্য এখন থেকেই অপেক্ষায় দর্শকেরা। তবে কবে থেকে শুরু হবে মিষ্টি কথার পাঁচন – আনন্দী সেটা এখনও জানানো হয়নি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই টাইমস্লট প্রকাশ্যে আনা হবে। যদিও প্রাইম টাইমে আসবে নাকি দুপুরে সেটা নিয়ে কনফিউজড অনেকেই। কারণ সম্প্রতি কাজল নদীর জলে, অমর সঙ্গী এই দুই মেগা শুরু হলেও সেগুলি দপুরের স্লটে দেওয়া হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X