বসন্ত এসে গেছে। বসন্ত মানেই দোল উৎসব। ইতিমধ্যেই আকাশ বাতাস দোলের রঙ্গে রঙিন হতে শুরু করেছে। কারণ আজ বাদে কাল বাঙালির অন্যতম প্রিয় উৎসব হোলি। এই হোলির রঙে মেতে ওঠে আপামর ভারতবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই নিজেদের হোলি রঙে রাঙ্গিয়ে নেন।
হোলি মানে রং খেলার পাশাপাশি নাচ গান হৈ হুল্লোড়। সম্প্রতি রং খেলতে এবং নাচতে দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে।
সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা খুব সুন্দর ‘বসন্ত এসে গেছে’ গান গাইছেন। তার সাথেই অপরাজিতা ও আরো অন্য দুটি মহিলা নাচ করছেন। অপরাজিতার পরনে হলুদ রঙের তাঁতের শাড়ি ও লাল রঙের ব্লাউজ। তার সাথেই বাঁধা চুল, কপালে-গালে লাল আবির, মাথায় ফুল যা এক অন্য রূপ দান করেছে তাকে। দারুন সুন্দর তাদের নাচ যা দেখলে মনেই হবে সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত।