Papiya Paul

মাথাগোঁজার ঠাঁই ছিল না, হাওড়া স্টেশনে কাটিয়েছেন রাত! আজ নিজের রোজগারে ফ্ল্যাট কিনলেন ‘অপরাজিত অপু’র বর্ষা

আমরা অনেক সময় সেলিব্রিটিদের স্ট্রাগলের কথা জানতে পারি। কেউ কেউ জীবনে অনেক বাধা পেরিয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছেন। অনেকে আবার খুব সহজেই সাফল্য পেয়ে গিয়েছেন। কিন্তু কোন সেলিব্রিটি যখন নিজের জীবন সম্পর্কে অন্যকে জানায় তখন বোঝা যায় কতটা পরিশ্রম করে তিনি সফল হয়েছেন। বলিউড কিংবা টলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের কথা ছেড়েই দিলাম, ছোটপর্দাতেই এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা অনেক কষ্ট করে এই ইন্ডাস্ট্রিতে নিজের নাম করেছেন।

   

আজকে আপনাদের এমনই এক অভিনেত্রীর কথা জানাবো। এই অভিনেত্রী বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘অপরাজিত অপু’-তে রয়েছেন। এই ধারাবাহিকে একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বর্ষা। অপুর ননদের চরিত্রে তিনি অভিনয় করছেন। এই বর্ষার আসল নাম মৌলি দত্ত। তিনি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তার। তাদের নিজস্ব বাড়ি না থাকায় একসময় শুটিং শেষের পর হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে রাত কাটাতে হয়েছে অভিনেত্রীকে।

তবুও নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছেন অভিনেত্রী। অনেক কষ্ট সহ্য করেও আজ সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছেন। এত কষ্টের ফল পেয়েছেন তিনি। বেশ নামডাক হয়েছে তার। প্রথম থেকেই বাবা-মার সমর্থন পেয়েছেন। আর এবার নিজের উপার্জনে কলকাতাতে একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বাবা মাকে সঙ্গে নিয়ে গৃহপ্রবেশ করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে নিজের বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে ফ্ল্যাটের অন্দরের ছবির সাথেই মা-বাবার সাথে ছবি দিতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Mouli Dutta (@mouli9954)

এদিন তিনি ক্যাপশনে লিখেছেন,”স্বপ্নপূরণ ২০২২
গৃহপ্রবেশ ১৭/১/২২
বালিশ দিয়ে যখন থেকে ঘর বানাতাম তখন থেকেই ভাবতাম যে আমার একটা নিজের বাড়ি হবে আজ সেই স্বপ্নপূরণের দিন.. কর্মসূত্রে যখন কোলকাতায় আসি তখন কোলকাতা শহরে থাকার জায়গা ছিল না বলে বহুদিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে থেকেছি আজ আমার সেই কষ্টটা স্বার্থক …. বাবা মা পাশে না থাকলে এই সবকিছু সম্ভবই হতনা .. আর যারা আমার পাশে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ যাদের পাশে পাইনি তাদেরও ধন্যবাদ কারন তারা না থাকলে এইদিন দেখা হতোনা…. সবার আর্শীবাদ কাম্য…” এখন বাড়ির দরজার বাইরে জ্বলজ্বল করছে মৌলি দত্তের নাম। এটাই তো চেয়েছিলেন তিনি।