Tele cine awards

Moumita

ফের নতুন রেকর্ড, নতুনদের হারিয়ে বছরের সেরা ছবির পুরস্কার পেল অপরাজিত-প্রজাপতি

টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev) অভিনীত প্রজাপতি (Projapoti) জিতু কামালের অপরাজিত (Aparajito) ছবি মুক্তির পর কেটে গিয়েছে অনেকটা সময়। প্রথম ছবিটি মুক্তির প্রায় এক বছর কেটে গিয়েছে এবং দ্বিতীয়টি মুক্তি পেয়েছে প্রায় ছয় মাস হল। তবে দুটো ছবিই যেন আজও নতুন দর্শকদের কাছে। এতদিন পরেও একটার পর একটা পুরস্কার আসছে অপরাজিত আর প্রজাপতির ঝুলিতে।

   

এই যেমন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে টেলি সিনে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠান। আর সেখানেই পুরস্কার তুলে দেওয়া হল অপরাজিত এবং প্রজাপতির হাতে। এইদিন অপরাজিত ছবিটি পেল সেরা ফিল্ম জুরি পুরস্কার। এদিকে সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রজাপতি’।

পাশাপাশি সেরা প্রতিশ্রুতিবান পরিচালকের পুরস্কার গেছে অভিজিৎ সেনের হাতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খরাজ মুখোপাধ্যায়। এদিকে অঙ্কুশ হাজরা পেয়েছেন সেরা অভিনেতার (ওয়েব সিরিজ) পুরস্কার। পাশাপাশি পুরস্কৃত হয়েছেন আদৃত রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, ইমন চক্রবর্তীরাও। তাছাড়া সম্মাননা তুলে দেওয়া হয়েছে ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ ছবিটিকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তার সাক্ষী তো সকলেই। এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই চলেছিল ছবিটি। দুই বাংলার দর্শকই পছন্দ করেছিল ছবিটি। এইদিন চঞ্চল চৌধুরী এই এই অনুষ্ঠানকে মিলন উৎসব আখ্যা দিয়ে বলেন, দুই বাংলা যুক্ত হয় এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি বেজায় খুশি।

অনুষ্ঠান নিয়ে মুখ খোলেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী মুখে। তিনি জানান, এটি এমন এক অনুষ্ঠান যেখানে দুই বাংলার মানুষই যুক্ত থাকে। পাশাপাশি তিনি আরো বলেন, বিগত ২০ বছর ধরে যুক্ত এই অনুষ্ঠানের সঙ্গে। তবে দেব অভিনীত প্রজাপতি এবং জিতু কামালের অপরাজিত দুটি ছবি ভিন্ন ঘরানার হলেও একইরকম ভালোবাসা পেয়েছে। আর তার সাক্ষী হয়ে থাকল টেলি সিনে অ্যাওয়ার্ডস।