পোস্ট অফিস স্কিম,পেনশন,অটল পেনশন যোজনা,ভারতীয় টাকা,সঞ্চয়,Post Office Scheme,Pension,APY,Indian Rupee,Savings

Papiya Paul

কেন্দ্রীয় সরকারের বিশেষ স্কিম, বিবাহিতদের জন্য রয়েছে মাসিক ১০ হাজার টাকা পেনশনের সুবিধা!

চাকরি জীবন থেকে অবসরের পর পেনশন(Pension) হলো একমাত্র সম্বল। কিন্তু অসংগঠিত কর্মচারী, শ্রমিক, মজদুর এদের কাজে পেনশন পাওয়া সম্ভব নয়। আর তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে এই বিশেষ স্কিম। যদিও এই স্কিম ২০১৫ সালে শুরু করা হয়েছিল। কিন্তু এখনও অনেকেই এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানেন না। এই স্কিমের নাম হল- প্রবীণ ব্যক্তিদের জন্য APY বা অটল পেনশন যোজনা।

   

এই স্কিম সবার প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে শুরু করা হলেও এখন তা সকলের জন্যই উপলব্ধ। এই স্কিমের মাধ্যমে আপনি মাসিক ১০০০,২০০০,৩০০০,৪০০০ অথবা ৫০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন। আর ১৮ থেকে ৪০ বছর বয়স অবধি যেকোনো পুরুষ অথবা মহিলা অটল পেনশন যোজনায় নিজের খাতা খুলতে পারেন। আর আলাদা আলাদা স্বামী-স্ত্রী অ্যাকাউন্ট খুললে মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবার সুবিধা আছে।

এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবেঃ

১) ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে সরাসরি এই স্কিমে খাতা খুলতে পারেন। আর যদি না থাকে তাহলে আগে ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে নিন।

২) আপনি যদি ১৮ বছর বয়সে টাকা রাখা শুরু করেন, তাহলে ৪০ বছর বয়স অবধি মাসে ২১০ টাকা করে জমা দিলেই আপনি ৬০ বছর বয়সের পর থেকে মাসিক ৫০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন।

৩) আর এই অটল পেনশন যোজনাতে কেবলমাত্র একটি খাতা খুলতে পারবেন আপনি। তবে আপনার স্ত্রী বা স্বামী আলাদা করে খাতা খুলতে পারেন।

৪) মনে রাখবেন, যত তাড়াতাড়ি আপনি এই স্কিমে বিনিয়োগ শুরু করবেন, সেক্ষেত্রে আপনার পেনশন পাওয়ার সুবিধা ততবেশি। আর আপনার মাসিক বিনিয়োগের পরিমাণও কম থাকবে।