Aratrika Maity shares photo with Arya Dashgupta on Bijaya Dashami sparks controversy

বিজয়াতেই সুখবর! প্রেম করছেন ‘মিঠিঝোরা’ অভিনেত্রী আরাত্রিকা মাইতি? ছবি ভাইরাল হতেই শুরু জল্পনা

পার্থ মান্নাঃ বিগত কিছুদিন যাবৎ টলিপাড়ার অন্দরে প্রেমের নতুন গুঞ্জন শোনা যাচ্ছিলো। অনেকেই আন্দাজ করেছিলেন প্রেম করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। তবে পাত্র কে? এরও উত্তর মিলেছে অভিনেতা আর্য দাশগুপ্তর সাথেই নাকি প্রেম করছেন আরাত্রিকা। এবার সেই জল্পনার আগুনেরই ঘি পড়ল বিজয়া দশমীর এক ছবিতে।

প্রেম করেছেন আরাত্রিকা মাইতি?

বর্তমানে জি বাংলার ‘মিঠিঝোরা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ধারাবাহিকে ‘রাই’ হিসাবেই পরিচিত তিনি। এদিন বিজয়া দশমী উপলক্ষে আরাত্রিকা ও আর্য দুজনে মিলে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। সেখানেই দেখা যাচ্ছে দুজনে একসাথে পুজোর সাজে রয়েছেন।

অবশ্য কিছুদিন আগেই আরও একটা সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। নিজের উপার্জনের টাকা দিয়েই স্বপ্নের বাড়ি কিনেছেন আরাত্রিকা। এখনও স্কুলের গন্ডিই পেরোনো হয়নি,  তার আগেই বিরাট সাফল্য। অবশ্য দর্শকদের মন জিতে নেওয়ার এই যাত্রা মোটেও সোজা ছিল না। তবে নিজের নিখুঁত অভিনয় দিয়েই স্কের মন জিতে নিয়েছেন তিনি।

তবে এদিনের ছবির জেরে নতুন করে প্রেমের জল্পনা বেড়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ছবিতে লাল শাড়ি পরে দেখে যাচ্ছে আরাত্রিকা মাইতিকে। সাথে হালকা মেকআপ আর কানের পাশে স্বর্ণচাঁপা ফুল। এদিকে রং মিলিয়ে সিলভার জরির কাজ করা লাল রংয়ের পাঞ্জাবিতে দেখা মিলেছে আর্য দাসগুপ্তর। দুজনেরই চোখে ছিল সানগ্লাস।

এমন একটা ছবি যে প্রেমের জল্পনা বাড়িয়ে দেবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ছবি ভাইরাল, আর সাথে রোয়েসে অজস্র কমেন্ট। কেউ বিজয়ের শুভকামনা জানিয়েছেন তো কেউ আবার দুজনের জুটি সুপারহিট সেটা জানান দিয়েছেন। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে শোনা যায়নি আরাত্রিকা বা আর্য কাউকেই।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X