Arijit

দেশের জার্সিতে মেসির শাপমুক্তি, সপ্নভঙ্গ নেইমারের, ২৮ বছর পর কোপা জিতল আর্জেন্টিনা

আজ ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় পাওয়া যায় দুই দলকে। তবে 1-0 গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। 28 বছরের অপেক্ষার অবসান ঘটলো আর্জেন্টিনা ভক্তদের।

   

এইদিন শুরু থেকেই দুই দলকে দারুণ আক্রমণাত্মক ভঙ্গিমায় পাওয়া যায়। দুই দলের খেলা দেখে মনে হচ্ছিল যেন কেউ এক চিলতে জমি ছাড়তে নারাজ। তবে প্রথমার্ধের খেলা শুরু হওয়ার 22 মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণে বিপক্ষের রক্ষণ তছনছ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ গোল না খাওয়ার পণ নিয়েছিল। বারবার ব্রাজিলের আক্রমণ আটকে দেয় আর্জেন্টিনার রক্ষণভাগ। তবে 52 মিনিট নাগাদ গোল পেয়ে যায় ব্রাজিল। কিন্তু অফসাইডের এর জন্য সেই গোল বাতিল করে দেয় রেফারি। ম্যাচ যত শেষের দিকে যায় গোল করতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি ব্রাজিল। 1-0 গোলে ম্যাচ জিতে কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা। সেই সঙ্গে দেশের জার্সিতে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতল লিও মেসি।