বিনোদন,বলিউড,সঙ্গীতশিল্পী,লতা মঙ্গেশকর,অরিজিৎ সিং,Entertainment,Bollywood,Singer,Lata Mangeshkar,Arijit Singh

Papiya Paul

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে লতা মঙ্গেশকরকে তুলনা করলেন অরিজিৎ সিং, নিজেই জানালেন স্পষ্ট কারণ

লতা মঙ্গেশকার(Lata Mangeshkar) ভারতের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী।  তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার সুরের জাদুতে মুগ্ধ হয়েছেন গোটা বিশ্ববাসী। তবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সুরহারা হয়েছে গোটা দেশ। তাকে শ্রদ্ধা জানানোর জন্য ‘নাম রহে যায়েগা’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

   

এখানে একটি বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ সিং(Arijit Singh)। তিনি কিংবদন্তি শিল্পী সম্পর্কে বলতে গিয়ে তার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা নিয়েছেন। এর সাথেই তিনি যে লতাজির কাছ থেকে অনেক কিছু শিখেছেন সে কথাও উল্লেখ করেন। লতা মঙ্গেশকারকে রবি ঠাকুরের সঙ্গে কেন তুলনা করেছেন সেটাও বুঝিয়ে বলেছেন অরিজিৎ সিং।

তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো বই পড়লেই নিজের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। কারণ তার লেখাতেই ছিল সেই জাদু। মানুষের প্রত্যেকটি অনুভূতিকে ছুঁয়ে যেতেন তিনি। লতাজির গানগুলো ঠিক সেরকমই। অর্থাৎ লতাজির যে গান শোনা হোক না কেন শ্রোতা সেই গানের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন।

এমন কোন অনুভূতি নেই যেটা নিজের গানের মাধ্যমে ফুটিয়ে তোলেননি লতা মঙ্গেশকার। এছাড়াও অরিজিৎ আরো বলেন যে কঠিন থেকে কঠিনতর গান এত সহজে গাইতেন তিনি। গানটি শোনার সময় সহজ মনে হলেও কিন্তু যেই গানটা গাইতে শুরু করবে তখনই বোঝা যাবে আসলে কতটা কঠিন।

তিনি যে কত বড় একজন শিল্পী ছিলেন সেটা তার হাবেভাবে কখনোই প্রকাশ পায়নি। বরং একজন সাধারণ মেয়ের মতোই গান গেয়েছেন। তার থেকে অনেক কিছুই শেখার আছে। প্রসঙ্গত, এর আগে জাতীয় মঞ্চে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক আইকনিক গান গেয়েছিলেন অরিজিৎ সিং।