Arijit Singh

Moumita

‘গেরুয়া তো স্বামীজির রঙ’, গেরুয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিং

অবশেষে অপেক্ষা এবং বিতর্কের অবসান। গতকাল, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিলোত্তমা নগরীর বুকে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট (Consart)। জিয়াগঞ্জের ছেলেটির সুরের মূর্ছনায় ভাসলো মহানগরী। আর তারমাঝেই গেরুয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, বহু টালবাহানার পর শেষমেষ অ্যাকোয়াটিকায় সম্পন্ন হয়েছে অরিজিতের কনসার্ট। টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে ট্রোলিং থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিতের ‘গেরুয়া’ গানটি গাওয়া নিয়ে বিতর্ক, কম নাটকীয়তা হয়নি এই কনসার্ট ঘিরে।

এমনকি হঠাৎই জানা যায় ইকো পার্কে অনুষ্ঠানের অনুমতি মিলছে না। পরিস্থিতি পৌঁছে যায় রাজনৈতিক তরজায়। ‘শিল্পীর অনুষ্ঠান বাতিল করতে উদ্যত তৃণমূল’, বলে সরব হয় বিজেপি। নেটিজনরাও বলতে থাকেন, ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গাওয়াই নাকি কাল হয়েছে অরিজিৎ-র।

তবে অবশেষে ঠিক হয় অ্যাকোয়াটিকাতেই হবে অরিজিতের অনুষ্ঠান। সেই মত বিকেল থেকেই অ্যাকোয়াটিকার বাইরে মানুষের ঢল নেমে যায়। এমনকি টিকিট না পাওয়ার পরেও, কেবল অরিজিৎ কে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিলেন সেখানে। আর তারপর যা হল তা দেখা বা শোনার জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না।

অরিজিৎ সিং,কনসার্ট,বিতর্ক,গেরুয়া,কলকাতা,গান,প্রোগ্রাম,Arijit Singh,Consart,Controversy,Saffron,Kalkata,Music,Program

এইদিন মঞ্চে আবারো ‘গেরুয়া’ গানটাই গাইলেন তিনি। পাশাপাশি মজার ছলে, হাসতে হাসতে হলেও, ‘গেরুয়া’ রং ও গান প্রসঙ্গে মুখ খুললেন শিল্পী। তারপর হালকা মেজাজে বলে উঠলেন, ‘আরে এই গানটা নিয়ে খামোকাই বিতর্ক হল। এটা তো সন্ন্যাসীদের রঙ রে বাবা! স্বামীজির রঙ। স্বামীজি যদি সাদা পরতেন তাহলে কি সেটা নিয়েও এরম হত নাকি?’

অরিজিৎ সিং,কনসার্ট,বিতর্ক,গেরুয়া,কলকাতা,গান,প্রোগ্রাম,Arijit Singh,Consart,Controversy,Saffron,Kalkata,Music,Program

 

উল্লেখ্য, এইদিন মাথায় গেরুয়া পাগড়ি পরেই অনুষ্ঠানে এসেছিলেন অরিজিৎ সিংহ। এতদিন গেরুয়া বিতর্কে একটা কথা না বললেও, ভরা মঞ্চে উচিত জবাব দিয়ে অরিজিৎ বুঝিয়ে দিলেন তিনি যাবতীয় বিতর্কের ঊর্দ্ধে। পাশাপাশি জনজোয়ার, অনুরাগীদের উল্লাস বলছিল, শিল্পপ্রেমী কলকাতার মানুষ বিতর্ককে পাত্তা না দিয়ে, স্রেফ শিল্পীর কদর করতে জানে।