টলিউড,বিনোদন,অরিজিৎ সিং,গান,সঙ্গীত শিল্পী,দেবর্ষি ভট্টাচার্য,Tollywood,Entertainment,Arijit Singh,Devarshi Bhattacharya,Music,Singer

Moumita

ভালো গায়কের পাশাপাশি ভালো মনের মানুষ অরিজিৎ সিং, তরুণ শিল্পীর প্রশংসা করে মন জয় করলেন ভক্তদের

সম্প্রতি মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘বিসমিল্লাহ’। বহুল চর্চিত এই ছবির বক্স অফিস কালেকশন খুবই খারাপ। ঋদ্ধি সেন আর শুভশ্রী গাঙ্গুলীর অসমবয়সী প্রেমের গল্প আর সাম্প্রদায়িক বিভেদ নিয়ে তৈরি ছবি ‘বিসমিল্লা’। মুক্তির পর থেকেই নানা কারণে দর্রশকদের রোষানলে পড়েছে ছবিটি। অভিযোগ উঠেছে, একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে তৈরি হয়েছে ‘বিসমিল্লা’ সিনেমা।

   

কার্যত এই সিনেমাকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে বয়কটের ডাকও দিয়েছে আমজনতা। তবে সম্প্রতি অন্য আরেকটি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ছবি। ছবির একটি গান ‘আজকে রাতে’ যেটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। মূলত এই গানটিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

শিল্পী হিসেবে অরিজিতের প্রতিভা নিয়ে আলোচনার আর কোনো অবকাশই নেই। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় বহু সুপারহিট গান উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। তবে বাণিজ্যিক হিন্দি ছবির গানের পাশাপাশি যে তিনি ধ্রপদী সঙ্গীতেও সমান পারদর্শী সেটাই আবারও প্রমাণ করে দিয়েছেন এই গানের মধ্যে দিয়ে। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

টলিউড,বিনোদন,অরিজিৎ সিং,গান,সঙ্গীত শিল্পী,দেবর্ষি ভট্টাচার্য,Tollywood,Entertainment,Arijit Singh,Devarshi Bhattacharya,Music,Singer

তবে মজার বিষয় হলো, যে গান শুনে অরিজিৎকে ধন্য ধন্য করছে সবাই সেই গানের জন্যই অন্য কাউকে ধন্যবাদ জানালেন অরিজিৎ। আর সেই ব্যক্তি হলেন, তরুণ প্রতিভাবান বাঙালি শিল্পী দেবর্ষি ভট্টাচার্য। অরিজিৎ জানিয়েছেন ‘আজকে রাতে গানটি গাইতে তিনি দেবর্ষি ভট্টাচার্যকে হুবহু নকল করেছেন।’ এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন সঙ্গীত শিল্পী।

অরিজিৎ লিখেছেন, ‘আমার ভোকাল গাইডের জন্য এই গানটি দেবর্ষি ভট্টাচার্য গেয়ে শুনিয়েছিলেন, সেজন্য দেবর্ষিকে ধন্যবাদ জানাতে চাই। আপনার অসাধারণ উপস্থাপনা ছাড়া আমি এই কাজ করতে পারতাম না। আমার সমস্ত শ্রোতাবন্ধুদের আমি বলতে চাই, দেবর্ষি যেভাবে গানটা গেয়েছে, আমি শুধু ওর গাওয়া প্রতিটা লাইন অনুকরণ করেছি। উনি ভীষণই প্রতিভাবান গায়ক। ওর মতো গায়কের আরও বেশি করে গান গাওয়া উচিত। আশা রইল ওর গলাতেও আমরা এই গানটা শুনতে পারব।’

টলিউড,বিনোদন,অরিজিৎ সিং,গান,সঙ্গীত শিল্পী,দেবর্ষি ভট্টাচার্য,Tollywood,Entertainment,Arijit Singh,Devarshi Bhattacharya,Music,Singer

অরিজিতের এই পোস্টের প্রতুত্যরে পোস্টটিকে শেয়ার করে দেবর্ষি ভট্টাচার্য লিখেছেন ‘এটা সকলের সামনে বলার জন্য ধন্যবাদ। আমি আপনার গানের অনুরাগী। অরিজিৎ সিং এর মতো একজন শিল্পী এবং মানুষ এমনটা সকলের সামনে বলছেন, এটা আমার কাছে সম্মানের’। তরুণ শিল্পীর প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য অরিজিৎকে ভালবাসা পাঠিয়েছেন তার অনুরাগীরা। অনুরাগীদের কথায়, অরিজিৎ শুধু যে ভাল শিল্পী তা নয়, তিনি যে খুব বড় মাপের মানুষ তা বার বার প্রমাণ দিচ্ছেন তার কাজের মধ্যে দিয়ে।