এইমুহুর্তে দেশের অন্যতম খ্যাতনমা গায়ক ‘অরিজিৎ সিং’। ভারতমাতার এই যোগ্য সন্তান বারংবার নিজেকে প্রমাণ করেছে দেশবাসীর সামনে। হিন্দি, বাংলা, তেলেগু সহ একাধিক ভাষায় তার গান মন্ত্রমুগ্ধ করেছে আপামর সঙ্গীতপ্রেমীদের। বর্তমান জেনারেশনের কাছে অরিজিৎ সিং কোনো নাম নয় এ এক আবেগ। তবে এটা জানেন কি যে, এই গায়ক একাই নয় তার পরিবারে আরো এক প্রতিভাধর সদস্য রয়েছে।
একথা খুব কম মানুষই জানেন যে, অরিজিতের মতোই সুরেলা কন্ঠের অধিকারিনী তার বোন অমৃতা সিং। এই নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত নন। দাদার মতো তিনিও বিশেষ প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন না। তবে সম্প্রতি অমৃতার দেখা মিলেছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর মঞ্চে। সেখানে তার দূর্দান্ত গলা শুনে রীতিমত বাকরুদ্ধ হয়ে গিয়েছে শ্রোতারা।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের একটা ছবি ‘বিসমিল্লা’র কথা হয়তো অনেকেই শুনে থাকবেন। ছবিটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হলেও এই ছবির গান ‘তোমাকে দেখিনি’ দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। জানিয়ে রাখি এই গানটিই গেয়েছেন অরিজিতের বোন অমৃতা সিং। সম্প্রতি ‘সা রে গা মা পা’ এর মঞ্চে টিম সহ হাজির হয়েছিলেন অমৃতা। যদিও তখনও তাকে সেভাবে চিনতোনা কেউ।
এরপরই ছবির পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত গোটা টিমের পরিচয় দিতে গিয়ে জানান যে, অমৃতা আসলে অরিজিৎ সিংয়ের বোন। ইন্দ্রদীপের এই কথা শুনে রীতিমত হতভম্ব সকলে। প্রখ্যাত এই গায়কের যে এক বোন আছে এবং সে এতো দূর্ধর্ষ গান গায় একথাটাই এতোদিন জানতোনা কেউ। খবর প্রকাশ্যে আসতেই সকলে সমস্বরে স্বীকার করতে বাধ্য হয় যে, ভাইবোন দুজনেই ঈশ্বরপ্রদত্ত গলা নিয়ে জন্মেছে।
তবে জানিয়ে রাখি এটাই প্রথম নয়, এর আগেও ছবিতে গান গেয়েছেন অমৃতা। বছর চারেক আগে ‘জেনারেশন আমি’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। পাশাপাশি বলিউডেও গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে দাদা অরিজিতের সঙ্গেই গানে গলা মিলিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সাল ২০১৭ এর দিকে বিয়ের পিঁড়িতে বসেন অমৃতা। তার বিয়ের ছবি আজও রয়েছে অরিজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। যদিও বোন সোশ্যাল মিডিয়ায় এতোটা অ্যাকটিভ থাকেন না। তিনি মূলত কাজ নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন। সম্প্রতি অমৃতার গানের একটি ভিডিও লিংক শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘আমার ছোট বোনের জন্য আশীর্বাদ চাই’। বলে রাখি, গানের গলার সাথে সাথে দেখতেও ভিষণ মিষ্টি অরিজিতের বোন অমৃতা।