Arijit Singh

‘হু ইজ অরিজিৎ ম্যান?’ গায়ককে ভালোবাসা জানাতে গিয়ে আবার বিপদে রূপঙ্কর বাগচী

অরিজিৎ সিং-র (Arijit Singh) ফেসবুক অ্যাকাউন্টটি (Facebook Account) বোধহয় সকলেরই পরিচিত। ডিপির ঐ বিনম্র চেহারাটা দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মঞ্চে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এ কালের জনপ্রিয় গায়ক। ২০২১ সালের এই ছবিতে ভালোবাসা এঁকে দিয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। তার মধ্যেই একজন হলেন বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)।

ছবিতে লাভ রিয়েকশন দিয়ে একটি সুন্দর কমেন্টও করেছেন তিনি। গায়কের উদ্দেশ্যে লিখেছেন, ‘ভালোবাসা নিও’। আর তাতেই ঘটেছে যত অঘটন। কার্যত অরিজিৎ-কে ভালোবাসা জানিয়েও বিপদে পড়েছেন গায়ক। অরিজিৎ অনুরাগীরা রূপঙ্করের এই সুন্দর কমেন্টের পরিপ্রেক্ষিতেও ঝাঁপিয়ে পড়েছে তার উপর।

রূপঙ্করের এই মন্তব্যের রিপ্লাইতে শুরু হয়েছে ঢিল ছোড়াছুড়ি। গায়কের কমেন্ট ভরে গেছে হা হা রিয়েকশনে। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘হু ইজ় অরিজিৎ সিংহ ম্যান?’ এক নেটিজন তো আবার বলেছেন, ‘ওকে নিয়েও হীনম্মন্যতায় ভুগছেন?’ তো অপর একজন লিখেছেন, ‘না আপনি ওর উপর নজর দেবেননা। ওনাকে বাঁচতে দিন। কে কে স্যারের উপর আপনার আক্রোশ আমরা এখনো ভুলিনি।’

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,বাংলা,রূপঙ্কর বাগচী,অরিজিৎ সিং,কেকে,সোশ্যাল মিডিয়া,ফেসবুক,ডিসপ্লে পিকচার,ট্রোলিং,Arijit Singh,Entertainment,Controversy,Rupankar Bagchi,K K,Social Media,Facebook,Display Picture,Trolling

আসলে এর আগে বলিউডের খ্যাতনামা গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র সম্পর্কে মন্তব্য করেছিলেন রূপঙ্কর, “হু ইজ় কেকে!” কাকতালীয়ভাবে সেই ঘটনার পরেই কলকাতার বুকে অনুষ্ঠান করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে প্রয়াত হন কিংবদন্তি গায়ক ‘কেকে’। আর অনুরাগীদের যত ক্ষোভ গিয়ে পড়ে রূপঙ্কর বাগচীর উপর।

সেই সময়টা একপ্রকার দুঃস্বপ্নের মতোই কেটেছিল ‘ও চাঁদ’ খ্যাত গায়ক রূপঙ্করের। এখন অবশ্য সেইসব কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছেন গায়ক রূপঙ্কর বাগচী। তবে ঘটনার এতদিন পরেও তাকে আক্রমণ করার কোনো সুযোগই ছাড়ছেননা নেটিজনরা। অরিজিৎ-র পোস্টে তার এই ছোট কমেন্টের রিপ্লাই দেখলেই তা বোঝা যায়।

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,বাংলা,রূপঙ্কর বাগচী,অরিজিৎ সিং,কেকে,সোশ্যাল মিডিয়া,ফেসবুক,ডিসপ্লে পিকচার,ট্রোলিং,Arijit Singh,Entertainment,Controversy,Rupankar Bagchi,K K,Social Media,Facebook,Display Picture,Trolling

প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই কলকাতার পাশে অ্যাকোয়াটিকায় আয়োজিত হয়েছিল অরিজিৎ-র কনসার্ট। জিয়াগঞ্জের ছেলেটির সুরের মূর্ছনায় ভেসেছে মহানগরী। গেরুয়া বিতর্কের জবাব, রূপমের সঙ্গে যুগলবন্দি— এইদিন এমন কত স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে মঞ্চে। সবে মিলিয়ে অরিজিৎ ভক্তদের জন্য এক অবিস্মরণীয় দিন ছিল এটি।

Avatar

Moumita

X