Aritra Dutta Banik shared Post on Social Media claiming his house was attacked by goons

‘বাড়িতে হামলা! পরের উত্তরটা আমি অভিষেক-মমতার থেকে নেব’, ফেসবুকে পোস্ট অরিত্র দত্ত বণিকের

পার্থ মান্নাঃ অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik) নামটা সকলের কাছেই কমবেশি পরিচিত। একসময় টলিপাড়ার শিশুশিল্পী হিসাবে দুর্দান্ত অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন সকলের। দেব, জিৎ থেকে শুরু করে মিঠুন সকলের সাথেই কাজ করে ফেলেছেন। তবে এখন আর সিনেমার পর্দায় খুব একটা দেখে মেলেনা তাঁর। বরং ক্যামেরার পিছনেই কাজ করেন তিনি। এছাড়াও রাজ্যের রাজনীতি থেকে বিভিন্ন সামাজিক ও আইনি বিষয় নিয়ে নিজের মন্তব্যের কারণে বেশ ভাইরাল হয়ে পড়েন তিনি সোশ্যাল মিডিয়াতে।

গত অগাস্ট মাসে ঘটে যাওয়া আরজি করে ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন অরিত্র। এবার সেই কারণেই নাকি তাঁর পরিবারকে আক্রান্ত হতে হয়েছে বলে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘আমি নাকি বিজেপি করি। তাই আমার অনুস্পস্থিততে আক্রমণ করা হল। বাড়ির একটি ঘর যেটা কিছুদিন ধরে বেআইনিভাবে কিছু পাবলিক দখল করে বসেছিল। সেখানে রাতে মদ্যপান থেকে সিন্ডিকেট অফিস চলত। কোনো অনুমতি বা কাগজ নেই আছে শুধু থ্রেট। উচ্ছেদের মামলা করা হয় তাতে আমরা জয়ী হয়ে জবরদখলকারীদের  বের করে দেওয়া হয়।’

কিন্তু এবার জানা যাচ্ছে, আইনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে তাঁর মাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাতের ঘুম কেড়ে নেওয়া হবে। তৃণমূলের নাম বেপাড়ার গুন্ডাদের উপদ্রব শুরু হয়েছে বাড়িতে। এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেবো। অফিস থেকে দ্রুত বাড়ি পৌছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি। আপাতর দিলাম বেপাড়ার পিন্টুর আমার মাকে ধমক দিচ্ছেন তার ভিডিও ক্লিপ। আমার মা ক্রন্দনরত হাতে পায় ধরছেন ক্রিমিনালের।’

পোস্টের সাথে দুটি ভিডিও শেয়ার করা হয়েছে। সবটা দেখে নেটিজেনরাও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কারোর মতে, ‘এটাই তো আমাদের এখনকার সমাজের বাস্তবতা… ভয় দেখানোর রাজনীতি কেই গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে’। তো কেউ লিখেছেন, ‘ছিঃ ছিঃ,,,, কত সাহস এদের,,,তোমাদের সাথেই এরকম করছে,,,সাধারণ মানুষের সাথে তাহলে কি করে’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X