Papiya Paul

১৪০ কেজি থেকে ৮৫ কেজি! নাদুসনুদস চেহারা থেকে আজ সিক্সপ্যাক, কিভাবে বদল ঘটেছে অর্জুন কাপুরের জীবনে

বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সফল অভিনেতা হিসেবে নাম হয়নি তার। ইনি হলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর। অভিনেতা হিসেবে ডেবিউ করার আগে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে বহুবছর কাজ করেছেন। তিনি ‘কাল হো না হো’ এবং ‘salaam-e-ishq’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এছাড়া ‘নো এন্ট্রি’ এবং ‘ওয়ান্টেড’ সিনেমার প্রযোজক ছিলেন অর্জুন কাপুর। আজ এই অর্জুন কাপুরের সম্পর্কে বেশ কিছু অজানা কথা আপনাদেরকে জানাবো।

   

২০১২ সালে ‘ইশাকজাদে’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ১৯৮৫ সালের ২৬ জুন প্রযোজক বনি কাপুর ও মোনা সরির ঘরে জন্ম নেন তিনি। তার নিজের বোন রয়েছে যার নাম অংশুলা কাপুর। ইতিমধ্যেই বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন অর্জুন। যে তালিকাতে রয়েছে গুন্ডে, হাফ গার্লফ্রেন্ড, নমস্তে ইংল্যান্ড, কি এন্ড কা-র মতো বেশ কিছু ছবি। তবে এখনো পর্যন্ত বলিউডে ব্লকবাস্টার হিট হয়নি তার কোন ছবি।

আপনারা জানলে অবাক হবেন, এই অভিনয়ে আসার আগে তার ওজন ছিল প্রায় ১৪০ কেজি। এই ওজনে একজন অভিনেতা হওয়া কার্যত অসম্ভব কারণ অভিনেতা হওয়ার জন্য হ্যান্ডসাম এবং স্মার্ট লুকটাই আগে প্রয়োজন। এরপরে নিজের ওজন কমিয়ে অভিনেতা হওয়ার জন্য জিমে যেতে শুরু করেন তিনি। কঠোর পরিশ্রমের পর ওজন কমিয়ে সামনে আসেন অর্জুন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি সালমান খানের জিমে যেতেন। সেখানে সবসময় সালমান খান তার আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল।

সালমান সবসময় বলতেন একটু ওজন কমাতে পারলেই নায়ক হিসাবে অভিনয় করা যেতে পারে। আর তাই খুব পরিশ্রম করে নিজের ওজন কমিয়েছেন। তিনি এটাও বলেছেন অতিরিক্ত ওজনের জন্য হাঁপানির সমস্যা ছিল তার। এই কারণে ১০ সেকেন্ডও দৌড়াতে পারেন না তিনি। এখন শেষ অবধি হিরো হিসেবে প্রকাশ এসেছেন। তার হ্যান্ডসাম লুকে ফিদা হয়েছেন অনুরাগীরা। তার মহিলা ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে বেশ কিছু বছর ধরে আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকার সাথে ডেটিং করছেন তিনি। ২০২২ এ তার কয়েকটি ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।