কয়েকদিন আগেই শোরগোল মেতে গিয়েছিল বাংলা ক্রিকেটে। বাংলার অন্যতম ভরসাযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা সরাসরি বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার জন্য দাবি করেন। এমনি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে বসেন ঋদ্ধি, যাতে তিনি অন্য রাজ্যের হয়ে খেলতে পারেন।
ঋদ্ধি যদি বাংলার হয়ে না খেলে সেটা বাংলার জন্য কতটা ক্ষতির সেটা ভালোভাবেই জানেন বাংলার কোচ অরুণ লাল। আর সেই কারণে ঋদ্ধির মত ক্রিকেটারকে ফিরিয়ে আনতে তিনি সরাসরি ফোন করেন ঋদ্ধিকে। আর তাতেই বরফ গলল। ঋদ্ধির বাংলার হয়ে খেলার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ঋদ্ধিকে ফোন করে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন অরুণ লাল। বলে দিয়েছেন, যাবতীয় অপমানের জবাব মাঠেই ব্যাট হাতে দিতে। একই সঙ্গে যুগ্ম-সচিবের এমন মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন তিনি। অরুণ লালের মতে, ঋদ্ধিকে পেলে বাংলা দল অনেক শক্তিশালী হবে। শুধু কোয়ার্টারে ঝাড়খণ্ডের বিরুদ্ধে নয়, বাকি প্রতিযোগিতাতেও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে বাংলা।