Papiya Paul

বাংলার গর্ব, ইন্ডিয়ান আইডলের পর লন্ডনের কনসার্টে একসঙ্গে গান গাইলেন অরুণিতা-পবনদীপ

ইন্ডিয়ান আইডল নামে গানের মঞ্চটি বাস্তবিকভাবে ভাগ্য খুলে দিয়েছে পবন্দীপ জন এবং অরুনিতা কাঞ্জিলালের। এই দুই প্রতিযোগী নিজের গানের ধারা সকলকে মুগ্ধ করেছেন। পবন্দ্বিপ হয়েছিলেন সেরার সেরা। পাশাপাশি অরুনিতাও নিজের গানের দ্বারা সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। তবে শুধুমাত্র মঞ্চে নয়, মঞ্চের বাইরে এই দুই প্রতিযোগী বারংবার সকলকে মুগ্ধ করেছেন। অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরেও প্রায় একসঙ্গে দেখা গেছে এই দুই প্রতিযোগীকে। ইতিমধ্যে হিমেশ রেশমিয়ার জন্য তিন তিনটি গান গেয়ে ফেলেছেন এই জুটি

   

এবার বলিউডের গণ্ডি ছাড়িয়ে সোজা হলিউডে চলে গেলেন এই তারকা জুটি। লন্ডনের একটি কনসার্টে “চেন্নাই এক্সপ্রেস”-র বিখ্যাত “মানবা লাগে” গানটি গাইলেন তাঁরা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি এবং সাদা ব্লাউজ পড়েছিলেন অরুনিতা। অসাধারণ দেখতে লাগছিল তাঁকে। পাশাপাশি সঙ্গ দিয়েছিলেন পবনদ্বীপ।

সত্যিই এই দুই প্রতিযোগীর জন্য ভারত বর্ষ গর্বিত। খুব কম সংগীতশিল্পী এমন রয়েছেন যিনি এত তাড়াতাড়ি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একের পর এক মিউজিক অ্যালবাম এবং কনসার্ট করে রীতিমতো খ্যাতি শিরোনামে পৌঁছে গেছেন এই জুটি।

প্রসঙ্গত, হিমেশ রেশমিয়ার লেখা এবং সুরে “ও সাইওনি”গানটি গেয়েছেন পবনদ্বীপ এবং অরুনিতা। এই গানটি বলিউডের খ্যাতনামা সংগীত শিল্পী হিমেশ রেশমিয়ার বিখ্যাত অ্যালবাম “হিমেশ কে দিল সে”মিউজিক অ্যালবামে রয়েছে। গানটি রেকর্ড করার সময় একটি ছোট্ট ভিডিও তৈরি করে পোস্ট করেছিলেন হিমেশ। রোমান্টিক গানের সঙ্গে কিছু লোকগীতির সংমিশ্রণ ঘটিয়েছিলেন এই মিউজিক অ্যালবামে হিমেশ রেশমিয়া।