Arijit

‘বিরাটের জন্যই টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন অশ্বিন’, অকপট সৌরভ গাঙ্গুলি

এক সময় ভারতের জার্সি গায়ে তিনটি ফরমেটে সমানভাবে খেললেও গত তিন চার বছর ধরে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যাচ্ছিল রবিচন্দ্রন অশ্বিনকে। তবে সেই প্রথা ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সিতে কামব্যাক করেন রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিনের টিটোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পিছনে হাত রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। এ কথা অকপট স্বীকার করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

   

2017 সালের পর আর সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সি গায়ে খেলতে দেখা যায়নি অশ্বিনকে। শুধুমাত্র টেস্ট ক্রিকেটই খেলতেন তিনি। আর সেই অশ্বিনকেই নাকি টিটোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, “দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেট না খেলায় অশ্বিন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন কিনা সেই নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু কোহলি ওকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। যার কারণে অশ্বিনের দলে সুযোগ পেতে আর কোন অসুবিধা হয়নি। তবে যে কটা ম্যাচ অশ্বিন সুযোগ পেয়েছে সেখানেই ও নিজেকে প্রমাণ করে দিয়েছে। অশ্বিন একজন দারুণ প্রতিভাবান ক্রিকেটার। ওর প্রতিভা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। ওর খেলা দেখলেই বোঝা যায় ও কতটা প্রতিভাবান।”