Arijit

রাহুল, পন্থ নাকি কার্তিক! কাকে খেলানো উচিৎ এশিয়া কাপে, জানালেন প্রাক্তন উইকেটরক্ষক

এশিয়া কাপ শুরু ২৭ অগস্ট। ভারতের প্রথম ম্যাচ ২৮ অগস্ট। সে দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতরা। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

   

ভারতীয় দলে তিনজন উইকেট রক্ষক রয়েছে কিন্তু প্রথম একাদশে কাকে খেলানো হবে এই নিয়েই চলছে বিভিন্ন মহলে আলোচনা। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানালেন ভারতের প্রাক্তন উইকেট কিরণ মোরে। যিনি একসময় জাতীয় দলের নির্বাচিত প্রধানও ছিলেন।

ভারতীয় দলে তিনজন উইকেট রক্ষক রয়েছে কিন্তু প্রথম একাদশে কাকে খেলানো হবে এই নিয়েই চলছে বিভিন্ন মহলে আলোচনা। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত জানালেন ভারতের প্রাক্তন উইকেট কিরণ মোরে। যিনি একসময় জাতীয় দলের নির্বাচিত প্রধানও ছিলেন।

তিনি বলেন, “আমি প্রথম একাদশ বেছে নিলে পন্থ এবং কার্তিক দু’জনকেই খেলাতাম। খুব ভাল ছন্দে রয়েছে কার্তিক। ফিনিশার হিসাবে নিজের কাজটাও করছে। পন্থ সেই জায়গায় খুব সফল নয়। বেশ কয়েক বার ব্যর্থ হয়েছে ও। কিন্তু পন্থ দুর্দান্ত ক্রিকেটার এবং ওকে খেলানোই উচিত। আমি হয়তো দীপক হুডাকে বসিয়ে রাখতাম। মিডল অর্ডারে খেলাতাম হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক এবং রবীন্দ্র জাডেজাকে।”