Arijit

‘যোগীকে আমাদের দিয়ে দিন” করোনার বিরুদ্ধে লড়াইয়ে UP মডেলের ফ্যান হলেন অস্ট্রেলিয়ার সাংসদ

ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ। হিসেবে মত উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি হওয়া উচিত। কিন্তু যোগী আদিত্যনাথ এর তত্ত্বাবধানে উত্তরপ্রদেশে বর্তমানে করোনা সক্রিয় কেস রয়েছে মাত্র 1068 টি। অপরদিকে কেরলে করোনা সক্রিয় কেস রয়েছে এক লক্ষ 15 হাজার এবং মহারাষ্ট্রে এক লক্ষ 14 হাজার।

   

এত বড় রাজ্য হওয়ার সত্ত্বেও যোগী সরকার যেভাবে উত্তরপ্রদেশে করোনা নিয়ন্ত্রন করেছেন তা দেখে অবাক অস্ট্রেলিয়ার সংসদ ক্রেগ ক্যালি। বেশ কয়েকমাস ধরেই অস্ট্রেলিয়ার এই সংসদ ভারতের করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ভারতের করোনা পরিস্থিতির ওপর নজর রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এর করোনা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ফ্যান হয়ে যান এই অজি সংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ” ভারতের রাজ্য উত্তরপ্রদেশের জন্য করতালি দেওয়া দরকার। সেখানকার চিফ মিনিষ্টার যোগী আদিত্যনাথকে যদি কিছুদিনের জন্য এখানে নিয়ে আসা হত। উনিই পারবেন সবকিছু নিয়ন্ত্রণ করতে।”