Rajkumar Rao

Additiya

৩০০ টাকা পারিশ্রমিকে শুরু করেন অভিনয়, আজ কোটি টাকা ছাড়া রাজি হন না বলিউডের সেরা অভিনেতা রাজকুমার রাও

বলিউডে (Bollywood) এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা মুখ্য চরিত্র নয় বরং পার্শ্ব চরিত্রে অভিনয় করেই মুগ্ধ করেছেন দর্শকদের। আবার এমন অনেক তারকারাও আছেন যাদের মুখমণ্ডলের চাইতে অভিনয় দক্ষতা বেশি নজর কেড়েছে দর্শকদের। সেই তালিকাতেই নিজের স্থান করে নিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)।

   

শুরুটা করেছিলেন মাত্র কিছু টাকার পারিশ্রমিকের বিনিময়। আজ তার পারিশ্রমিক আকাশ ছোঁয়া। বলিউড দুনিয়ায় বেশ জনপ্রিয় তিনি। নানান রকম চরিত্রে অভিনয় করে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁর ছবি মানেই বক্স অফিস তোলপাড়। তবে কেবলমাত্র বড়পর্দায় নয় ওটিটি প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত ছবি।

কিন্তু জানেন কি একটা সময় মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে কাজ করেছিলেন তিনি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অভিনয় জগত শুরুর আগে নানান ধরনের বিজ্ঞাপনে তিনি কাজ করতেন। যেখানে পারিশ্রমিক বাবদ তাকে দেওয়া হতো ১০ হাজার টাকা। এরপর শুরু হয় তার জার্নি। ‘রান’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে।

Rajkumar Rao

দিবাকর বন্দ্যোপাধ্যায়ের, ‘লাভ সেক্স আউর ধোঁকা’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থার বিপরীতেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। বর্তমানে এই অভিনেতার পারিশ্রমিক ৪ থেকে ৫ কোটি টাকা।

Rajkumar Rao

তবে একটা সময় ৩০০ টাকার পারিশ্রমিকেও বিনিময়েও কাজ করেছেন এই অভিনেতা। ডান্সার হিসেবে কাজ করেছেন তিনি।ছোটদের নাচ শেখাতেন তিনি। সেই টাকা সম্পূর্ণ তুলে দিতে নিজের মায়ের হাতে। ২০১০ সালে বলিউডে প্রবেশ করার আগে বহু ছোট ছোট চরিত্রে কাজ করেছেন তিনি। আজ তিনি বলিউড অভিনেতাদের মধ্যে একজন। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়।