Arpan Ghoshal

রূপ দিয়ে নয় বরং গুণ দিয়েই সকলের মন জয় করে নিল ‘মেয়েবেলা’র ডোডোদা, বাংলার নতুন ক্রাশ এখন অর্পণ ঘোষাল

সদ্যই একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। সিরিয়ালের নাম ‘মেয়েবেলা’ (Meyebela)। যেখানে নায়িকার (মৌ) ভূমিকায় অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। এবং নায়কের (ডোডো) ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা অর্পণ ঘোষালকে (Arpan Ghoshal)।

স্বীকৃতিকে সবাই চিনলেও অর্পণ কিন্তু খুব একটা পরিচিত মুখ নয়। যদিও এর আগে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’তে সে অভিনয় করেছে। তবে স্টারের পর্দায় এটাই প্রথম। আর এসেই বাজিমাত করেছে অভিনেতা। নতুন এই জুটিকে প্রথম দিন থেকেই বেশ পছন্দ করছে দর্শকমহল।

এরমধ্যে বিশেষ করে মনে ধরেছে অর্পণের অভিনয়। প্রসঙ্গত উল্লেখ্য, গল্পের কাহিনী অনুযায়ী মিত্র বাড়ির মেজ বৌ বীথির (রূপা গাঙ্গুলী) ছেলে ডোডো। এদিকে মৌ হল বীথির ছোটবেলার বন্ধুর মেয়ে। কিন্তু কোন কারণবশত তাদের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়েছিল। মৌ এর বাবা-মা কেউ নেই সে তার মাসি মেসোর কাছে আশ্রিতা হিসেবে থাকে।

মৌয়ের মায়ের কারণেই মৌ-কে একেবারেই দেখতে পারেনা বীথি। সারাক্ষণ ভয়ে থাকে, সেও বুঝি তার মায়ের মতোই ঠকাবে তাকে। যদিও মৌ বেচারা তো নিজেই তার মেশোর ভয়ে সারাক্ষণ তটস্থ হয়ে থাকে। এমতাবস্থায় মায়ের আপত্তি সত্বেও মৌয়ের ভালো খারাপে তার পাশে থাকার চেষ্টা করে অর্পণ।

সবে মিলিয়ে শুরু থেকেই ধারাবাহিকের গল্পটি বেশ পছন্দ হয়েছে সবার। তবে সেই সময় অনেকেই বলেছিলেন যে, নায়ক হিসেবে অর্পণকে নাকি মানাচ্ছেনা। কারণ অর্পণ নাকি সেরকম হ্যান্ডসাম এবং স্মার্ট নয়। তবে সময়ের সাথে মানুষের সেই ধারণা বদলে দিয়েছে মিত্র বাড়ির ডোডো।

এখন তো অনেকেই বলছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে দারুণ মানিয়েছে অর্পণকে। পাশাপাশি সে অভিনয়ও করছে দারুণ। একজন লিখেছেন, ‘একটা পার্টিকুলার ইমেজ বা লুকাসের বাইরে আনকনভেনশনাল কিছু এলেই সেটা অনেকে হজম করতে পারেনা। But i find him really really handsome..কেমন একটা আলাদা রকমের handsome । অভিনয় নিয়েতো কিছু বলারই নেই, থিয়েটার artist,খুবই ভালো অভিনয় করে।’

Avatar

Moumita

X