Meyebela

Moumita

মিটে যাচ্ছে ভুল বোঝাবুঝি, রোম্যান্টিক মূহুর্তে মৌ-ডোডোর সম্পর্ক! ‘মৌঝর’ মুহূর্ত দেখে খুশি দর্শকেরা

টেলি দুনিয়ায় অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল(Serial) হল মেয়েবেলা।(Meyebela) স্টার জলসার(Star Jalsa) এই সিরিয়ালটি নিয়ে গসিপের শেষ নেই। গল্পের ছাঁচ আনকোরা হওয়ায় প্রথম থেকেই বিশেষ ভালোবাসা পেয়ে এসেছে সিরিয়ালটি। তারপর সিরিয়ালের পোস্টার গার্ল রূপা গাঙ্গুলী কাজ ছেড়ে দেওয়ায় আলাদাই চর্চা শুরু হয়েছিল সেই সময়। তাছাড়া ভাইরাল জুটি মৌ-ডোডোর (Mou-Dodo) মিষ্টি রসায়ন তো আছেই।

   

আর এইসব কারণেই খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিল সিরিয়ালটি। তবে মাঝে শোনা গেছিল যে, চলতি মাসেই নাকি বন্ধ হতে চলেছে ‘মেয়েবেলা’র ঝাঁপি। তাই আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা এমন সুন্দর একটি সিরিয়াল শেষের জল্পনায় রীতিমতো ক্ষুব্ধ দর্শকদের একটা বড় অংশ।

একথা তো এতদিনে বুঝেই গেছেন যে, একটা সিরিয়াল চলার জন্য দর্শকদের ভালোবাসার পাশাপাশি প্রয়োজন হল টিআরপি। আর সেই টিআরপির খেলায় অনেকটাই পিছিয়ে পড়েছে এই মেগা। সেই কারণেই অনেকেই ভেবেছিলেন যে নতুনদের জায়গা দিতে হয়ত এই মেগাকেই বন্ধ করবে চ্যানেল কর্তৃপক্ষ। তবে নায়িকা স্বীকৃতি জানিয়েছেন, এমনটা কিছুই হচ্ছেনা।

যাইহোক, যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, এইমুহুর্তে রীতিমতো টান টান উত্তেজনা চলছে সিরিয়ালে। ডোডোদের বাড়ির একতলা মশাইয়ের নামে লিখে দেওয়ার মিথ্যে অভিযোগে সকলেই ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ তুলেছে মৌয়ের বিরুদ্ধে। প্রথমটা মৌ-কে ভুল বোঝে তার ডোডোদা‌‌। অজান্তেই করে ফেলে খারাপ ব্যবহার।

তবে এবার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছে আসতে চলেছে দর্শকদের প্রিয় জুটি ‘মৌঝর’। চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে্য তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ডোডো বলছে ‘আমি ভাবতে পারিনি  এই ক্রাইসিসটা তোকে এতটা কষ্ট দেবে!’ এমনকি তার জন্য মৌয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় ডোডো।

এর সাথেই ছোটবেলার পুরনো স্মৃতি হাতড়ে ডোডো বলে, এই কথাটা তারই বলা উচিত ছিল, ‘যে মৌকে আমরা  সাত বছর বয়স থেকে চিনি,আমাদের চোখের সামনে আমাদের এক তলায় বড় হয়েছে মৌ সে শুধু বছর শেষে ভালো নম্বর পাওয়া মার্কশিট আনতো না। সাথে আনতো বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও আনতো। যেটা সবাই নিয়ম মানা, ভালো ব্যবহার আর সততার জন্য পায়। সেই মৌ কি করে আমাদের ঠকাবে?’ ভিডিওতে দেখা যায়, মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে ডোডো বলে ‘এখানে তোর জায়গা নয় মৌ’, এবং মৌয়ের হাত নিজের বুকে রেখে ডোডো বলে ‘তোর জায়গা অন্য কোথাও।’ এরপর মৌ বলে, ‘তুমি বুঝেছ ডোডো দাদা’। তবে এই সিনটা বাস্তব নাকি মৌ-র কল্পনা তা এখনও পরিস্কার নয়।