Arijit

মাত্র ৬২ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে সিরিজ জয়, নতুন ক্রিকেট ইতিহাস লিখল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। আগেই পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। সোমবার নিয়ম রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর এই ম্যাচে অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র 62 রানে অল আউট করে রেকর্ড গড়ল বাংলাদেশ। আর এই সিরিজ জিতে অসিদের বিরুদ্ধে সমস্ত ধরনের ফরম্যাটে সিরিজ জেতা হয়ে গেল বাংলাদেশের। যা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বিরাট ব্যাপার।

   

পঞ্চম তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 122 রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ভয়ংকর বোলিংয়ের সামনে মাত্র 62 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়াকে 60 রানে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লো সাকিব আল হাসানরা।

বাংলাদেশের এই জয় সহজ করে দেয় সাকিব আল হাসানের দুরন্ত বোলিং। মাত্র 9 রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের কোমর ভেঙ্গে দেয় সাকিব। এছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন মহম্মদ সাইফউদ্দিন 12 রানে তিনটি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা হয়েছেন সাকিব।