Arijit

ইচ্ছাকৃত ‘নো-বল’ দিয়ে ভারতকে হারিয়ে দিল আম্পায়ার, তুমুল বিতর্ক ভারত-অজি সিরিজে

শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 274 রান তোলে ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে সর্বোচ্চ 86 রান করেন ওপেনার স্মৃতি মান্দানা ও বঙ্গ তনয়া রিচা ঘোষ 44।

   

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার বিথ মুনির অপরাজিত 125 রানে ভর করে দুরন্ত জয় তুলে নেয় অজি মহিলা ক্রিকেট দল। এই জয়ের সঙ্গে তারা সিরিজও জিতে নিল।

তবে এই ম্যাচে ঝুলন গোস্বামীর বিতর্কিত নো-বল অস্ট্রেলিয়ার সিরিজ জয়কেও ছাপিয়ে যায়। ইনিংসের শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল 13 রান। বল করতে আসেন ঝুলন গোস্বামী। ভালো ব্যাটিং করার সুবাদে শেষ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য 3 রান প্রয়োজন ছিল। ঝুলন গোস্বামী ফুলটস বল করেন, বলটি কোমরের নিচে থাকার সত্বেও আম্পায়ার নো বল দিয়ে দেন। যার ফলে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় এবং ম্যাচের পর এই নো বল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়।