Arijit

আইপিএলের লোভে বাতিল হয়ে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ

এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলার প্রবণতা বেড়ে চলেছে। ভারতের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের সাফল্য দেখার পর এখন বিশ্বের প্রত্যেকটি ক্রিকেট খেলুড়ে দেশই নিজের নিজের দেশে টি-টোয়েন্টি লীগ প্রতিযোগিতা চালু করতে চলেছে। যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটেও।

   

আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা শুরু করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারই ব্যস্ত থাকবেন নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। তার পরেই হবে আইপিএল। ভারতের প্রতিযোগিতায় ভাল টাকায় দল পাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। আর দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রভাব পড়ল দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে।

সময় নেই ক্রিকেটারদের। তেম্বা বাভুমা, কাগিসো রাবাডারা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে। তাই আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে পারবেন না তাঁরা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সময় না থাকায় এক দিনের সিরিজ বাতিল বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার তরফে।