Arijit

ঐতিহাসিক লর্ডসে ভারতের জার্সি গায়ে নামলেন বাংলার অভিমন্যু, দেখুন সেই গর্বিত মুহূর্তের ভিডিও

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে খেলার স্বপ্ন থাকে প্রত্যেক ক্রিকেটারের। সেই মাঠে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই এই ম্যাচের গুরুত্ব সকলের কাছেই একটু বেশি। আর এই ম্যাচেই দেখা গেল বাংলার ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরণকে। ভারতীয় দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি অভিমুন্যর। তবে অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় তিনি ছিলেন। আর সেই কারণেই অভিমুন্যকে ফিল্ডিং করতে দেখা যায়। অভিমুন্য মাঠে নামতেই গর্বে ভরে ওঠে সকল বাঙালি। বাংলার ছেলেকে লর্ডসের মাঠে ফিল্ডিং করতে দেখে সকলেই আনন্দে ভেসে ওঠে।

   

এবার ভারতীয় দলে শুরু থেকেই ছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। তবে দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি তার। দলে একাধিক বিশ্বমানের ক্রিকেটার থাকায় ভারতের প্রথম একাদশে সুযোগ পাওয়া  খুবই কঠিন। তার তাই দলের বাইরেই থাকতে হয়েছে দুই বাঙালি ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরণ এবং ঋদ্ধিমান সাহাকে।

তবে প্রথম একাদশে সুযোগ না পেলেও ভারত বনাম ইংল্যান্ড এর দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করতে দেখা গেল অভিমুন্যকে। ব্যাট-বল করতে না পারলেও ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং করাও কোন ছোট ব্যাপার নয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ খুশি অভিমুন্য সহ সারা বাংলার ক্রিকেটপ্রেমীরা।