Papiya Paul

বালাকোটের নায়ককে দীপাবলির উপহার, বায়ুসেনায় বড় পদ পেলেন অভিনন্দন বর্তমান

দীপাবলি মানেই আলোর উৎসব আর এই উৎসবে পেলাম দারুণ একটি সুখবর। আমরা কথা বলছি বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে, অভিনন্দন বর্তমানের নামটির সাথে আমরা ওতপ্রোতভাবে পরিচিত। ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের বায়ু সেনার সঙ্গে সংঘর্ষে তিনি জয়ী হয়েছিলেন। পাকিস্তানের একটি অত্যাধুনিক বিমান যেটি এফ-সিক্সটিন নামে পরিচিত, সেই বিমানটিকে তিনি ধাওয়া করে শেষ পর্যন্ত ধ্বংস করতে পেরেছিলেন। ঘটনাটি আজও আমরা কেউ ভুলিনি, আর তাই অভিনন্দন বর্তমানকে এবছর দীপাবলিতে উপহার দিলেন তাঁরই সেনারা।

   

ওনার পদোন্নতি ঘটলো, গ্রুপ ক্যাপ্টেনের পদে তাঁকে ভূষিত করা হলো, তবে বলে রাখা ভালো ক্যাপ্টেনের পদটিকে কর্নেলের সমসমান বলেই মানা হয়, বালাকোট স্ট্রাইকে তিনি তাঁর যে অদম্য সাহস দেখিয়েছেন, তারই উপহারস্বরূপ তাঁকে এই পদ দেওয়া হচ্ছে। আমরা অনেকেই জানি ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গী হামলার কথা, যাতে ৪০ জনেরও বেশি ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিল, তারই প্রতিশোধ নিতে বালাকোটের এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত।

সেই বালাকোট যা পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের অংশ এবং ভারতের করা এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান পাল্টা জবাব দিতে থাকে, যার ফলে সীমান্ত লঙ্ঘন করে কাশ্মীরে ঢুকে পড়েছিল পাকিস্তানের বিমান, এরপর অবশ্য ভারতীয় সেনারাও বসে থাকেননি। তাঁরাও পাল্টা জবাব দেওয়া শুরু করে, শেষ পর্যন্ত মিগ ২১ বিমান নিয়ে ধাওয়া করেন অভিনন্দন বর্তমান।

পাকিস্তানের সবথেকে অত্যাধুনিক বিমানটিকে ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত তিনি সেটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন। তবে এই ধাওয়া করতে করতে তিনিও সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের মাটিতে ঢুকে পড়েন এবং শেষ পর্যন্ত তাঁর বিমান পাকিস্থনের মাটিতে ভেঙে পড়ে। তাঁকে পাকিস্তানি সেনারা গ্রেপ্তার করলেও, শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলেন। বীরযোদ্ধাকে আমরা ফিরে পেয়েছিলাম ও সসম্মানে ফিরিয়ে নিয়ে এসেছিলাম নিজেদের দেশে।