Papiya Paul

চীনের বাড়াবাড়ি রুখে দেওয়ায় ২৬০ ITBP জওয়ানকে সম্মানিত করল কেন্দ্র

গত বছর থেকেই উত্তপ্ত চীন এবং ভারত সীমান্ত। লাদাখ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে থাকে চীন সেনা। লাদাখ সীমান্তে চীনকে প্রতিহত করার জন্য অপ্রতিহত সাহসিকতার প্রদর্শন করেছিল ভারতীয় জওয়ান। চীন সেনাদের প্রতিরোধ করার জন্য যে অসম সাহস দেখিয়ে ছিল ভারত সেনা, তার জন্য ২৬০ জণ সেনাকে রবিবার “বিশেষ অভিযান” পদক দিয়ে সম্মানিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ৩৯৭ জন জওয়ানকে এক কথা জানিয়েছেন।

   

এই প্রসঙ্গে ITBP মুখপাত্র জানান, গত বছর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ভারতীয় সেনা পূর্ব লাদাখে অদম্য সাহস এবং কর্তব্যের প্রতি সম্মান দেখিয়েছেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার পুলিশকে দেওয়া সর্বোচ্চ সম্মান। ভারত এবং চীনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখার সুরক্ষার দায়িত্ব এই সেনাদের ওপর রয়েছে। নিয়ন্ত্রণ রেখায় অনেক সেনা ১৮ হাজার অথবা তার বেশি উচ্চতায় রয়েছেন। এই জওয়ানরা নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে মোতায়ন হন।

উল্লেখ্য, গত বছর আচমকাই চীন এবং ভারতের মধ্যে তুমুল সংঘর্ষ হয় বেঁধে যায়। এই সংঘর্ষে ভারতীয় সেনাদের মধ্যে কুড়ি জন নিহত হন। অন্যদিকে চীনেরও কিছু সেনাদের মৃত্যু হয়েছিল, যা প্রকাশিত করা হয়নি চীনের তরফ থেকে। ভারতীয় সেনাদের অদম্য সাহসের জন্য চীনের মনস্কামনা পূরণ হয়নি। ভারতকে সুরক্ষা প্রদানের জন্য আইটিবিপি জওয়ানদের এই পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।