Papiya Paul

তোলপাড় টলিউড! ‘আয় খুকু আয়’ ছবিতে হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ

টলিপাড়ায় উঠেছে ঝড়। জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রশিদ রশিদ মিথিলা। ছবির নাম “আয় খুকু আয়”। পরিচালক সৌভিক কুন্ডু। তালিকায় রয়েছেন এক ঝাঁক তারকা। সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, দিতিপ্রিয়া রায় এবং রাহুল দেব বোস। তারকার তালিকা শুনলেই বোঝা যাচ্ছে অসাধারণ একটি সিনেমা উপহার দিতে চলেছেন আমাদের পরিচালক। গানেও রয়েছে নতুনত্ব। হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের বিখ্যাত জনপ্রিয় গান আয় খুকু আয় শুনবো একেবারে আমরা অন্য ভাবে। কন্ঠে শ্রীকান্ত আচার্য। প্রযোজকের ভূমিকায় জিৎ।

   

শুক্রবার এই ছবির প্রথম লোগো প্রকাশে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে খুকু শব্দটির মাথায় দেওয়া হয়েছে একটি কুমকুমের টিপ, যাকে ঘিরে চন্দনের সূক্ষ্ম কারুকার্য রয়েছে। আয় শব্দ রয়েছে গাছকৌটো ছবি। শব্দটি ভাসছে পদ্মপাতায়। “সুইজারল্যান্ড” সিনেমাতে মধ্যবিত্ত বাড়ির একটি ছবি দেখানোর পর এবার বাবা-মেয়ের একটি গল্প বলতে চলেছেন পরিচালক মশাই।

সংবাদমাধ্যমের সামনে পরিচালক বলেন, “শহুরে বাবা-মেয়ে নয়, এবার সকলের সামনে বলব শহরতলীর গল্প। বুম্বাদাকে দেখা যাবে বিভিন্ন আঙ্গিকে। বোলপুর এবং কলকাতায় শুটিং করা হয়েছে যাতে চিত্রনাট্যকে বাস্তবায়িত করা যায়। বুম্বাদাকে এই সিনেমায় একেবারে অন্য পেশায় দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। বুম্বাদার বিভিন্ন বয়সের আঙ্গিক দেখানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর ওপরে”।

মিথিলা প্রসঙ্গে পরিচালক বলেন, ছবিটি তৈরি করা হয়েছে বুম্বাদাকে কেন্দ্র করে। চিত্রনাট্যের পড়ে প্রযোজক জিতও স্বীকার করে নেন,এই চরিত্রে একমাত্র মানাবে বুম্বাদাকে। কেন শুধুমাত্র এই চরিত্রের জন্য মানানসই? প্রশ্নের উত্তরে পরিচালক একগাল হেসে বলেন, “সিনেমা দেখলেই বুঝতে পারবেন”।