Anurager Chhowa

TRP কমতেই সিরিয়াল বদল, অনুরাগের ছোঁয়া ছেড়ে জি বাংলায় চলে এলেন এই অভিনেত্রী

নিউজ শর্ট ডেস্ক: একঝাঁক নতুন বাংলা সিরিয়ালের (Bangla Serial) ভিড়ে টিআরপি তালিকায় নম্বর কমে গিয়েছে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়ার। টিআরপি তালিকায় নম্বর কমতেই এবার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ছেড়ে  জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়ালে অভিনয় করতে চলেছেন এই সিরিয়ালের নায়িকা। সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘আলোর কোলে’ (Alor Kole) প্রোমো।

প্রকাশ্যে আসা এই প্রোমোতে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে স্টার জলসার দুজন জনপ্রিয়  অভিনেত্রীকে।  এদের মধ্যে একজন হলেন ‘মেয়েবেলা’র মৌ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং আরেকজন হলেন ‘নোলক’ খ্যাত অভিনেত্রী সোমু  সরকার। এই ধারাবাহিকে  নায়কের চরিত্রে দেখা গিয়েছে জলসারই জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়কে।

এর আগে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘বালিঝড়’ সিরিয়ালে। তারকাখচিত এই সিরিয়ালে দেখা যাবে টেলিপাড়ার আরও  একজন জনপ্রিয় অভিনেত্রীকে। তিনি হলেন অনুরাগের ছোঁয়া খ্যাত অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya )। কিছুদিন আগেই তাকে মিশকার আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Alor Kole,আলোর কোলে,Ayesha Bhattacharya,আয়েশা ভট্টাচার্য,New Serial,নতুন সিরিয়াল,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali
ayesha bhattacharya

যদিও এই সিরিয়ালে আয়েশা অভিনীত চরিত্রটি একটি ক্যামিও চরিত্র ছিল তবুও, এই ছোট চরিত্রেই আয়েশার অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের।  আর এবার পাকাপাকিভাবে ‘আলোর কোলে’ সিরিয়ালে অভিনয় করতে চলেছেন আয়েশা। এই ধারাবাহিকে তিনি নায়ক কৌশিকের সৎ বোনের চরিত্রে অভিনয় করবেন।

তবে এই সিরিয়ালে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। নিজের চরিত্র প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী বলেছেন ‘আলোর কোলে-তে দর্শক আমাকে একদম অন্যরকম একটা রূপে দেখব। নেতিবাচক চরিত্র। আগেও আমি নেগেটিভ রোল করেছি, কিন্তু এর আগে যতবার নেতিবাচক চরিত্র করেছি যেখানে বোনেরা হিংসের জেরে যেটুকু করে থাকে আর কী! কিন্তু এখানে চরিত্রটা খুব পরিণত।’

Avatar

anita

X