Papiya Paul

২২ বছর বয়সে রেডিওতে চাকরি, কেমন ছিল ‘RJ আয়ুষ্মান’ থেকে অভিনেতা হওয়ার জার্নি!

আজকের তারিখটা শুধু কিস ডে হিসেবে পরিচিত নয়, আজকের তারিখটা হলো বিশ্ব রেডিও দিবস। আর আজকের এই বিশেষ দিনে বলিউডের(Bollywood) বর্তমান সময়ের অভিনেতা আয়ুষ্মান খুরানার(Ayshmann Khurrana)  আগের জীবনের সম্পর্কে এই প্রতিবেদনে জানাবো। হয়তো ভাবছেন যে এই রেডিও দিবসের সঙ্গে আয়ুষ্মান খুরানার সম্পর্ক কি? আসলে এই সম্পর্ক অনেক গভীর। জীবনের প্রথম সময় আরজে ছিলেন আয়ুষ্মান।

   

প্রতিদিন সকালবেলা গরম গরম শো নিয়ে হাজির হতে জনপ্রিয় রেডিও স্টেশনে। তখন তার বয়স মাত্র ২২ বছর। আজকের এই বিশেষ দিনে জীবনের সেই পুরনো স্মৃতি তুলে ধরলেন অভিনেতা তথা প্রাক্তন আরজে আয়ুষ্মান। তিনি বলেছেন, ‘ওইটা ছিল আমার প্রথম চাকরি। আমাকে সকালের শো দিয়েছিল। বেশ ভালোভাবেই আমার শো প্রমোট করা হয়েছিল। দিল্লির রাস্তায় হোডিংয়ে ছিল আমারই ছবি।’

সকালের সেই অনুষ্ঠানের পুরনো দিনের গান বাজানো বা রেট্রো স্টেশন চালু করার পরিকল্পনা করেছিলেন তিনি। আয়ুষ্মানের কথায়, ‘আমার বয়স তখন ২২। আমি নিশ্চিত তখন আমার বয়সী আর কারো বলিউডে পুরনো গানের প্রতি এতটা দখল ছিল না।’ তবে হঠাৎ করে এই আরজে হিসাবে নিজের পেশা গড়ে তোলার কারণ কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ‘ভিকি ডোনার’ নিজেই।

তিনি বলেছেন যে ‘ওই সময়টা হল নিজেকে গড়ার সময়। এই সময়ে তুমি যাই করবে সেটা তোমায় গড়বে না হয় ভাঙবে। আমি ভাগ্যবান ছিলাম যে আমায় ঘিরে রেখেছিলেন বেশকিছু শিল্প সচেতন মানুষ।’এই রেডিওই তাকে সাফল্য যুগিয়েছে একজন বিনোদনের শিল্পী হওয়ার জন্য। আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

বর্তমান সময়ের সবথেকে প্রতিভাবান অভিনেতা বলতে তার নাম প্রথমে উঠে আসে। ২০১২ সালে ভিকি ডোনার ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে আয়ুষ্মানের। আর এখনো সেই জনপ্রিয়তা চলছে। নিত্য নতুন গল্প, সাহসিকতা, নতুন কিছু করে দেখানোর প্রয়াস বলতে একটাই নাম উঠে আসে তিনি হলেন আয়ুষ্মান খুরানা।