Arijit

বিরাট ও রোহিতকে নিয়ে আমরা ভাবতেই চাই না, হাসান আলিই রেকর্ড গড়বে, কটাক্ষ বাবর আজম

আগামী রবিবার টিটোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপে আজ পর্যন্ত কোন ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যতবারই দুই দেশ মুখোমুখি হয়েছে ততবারই পরাজিত হয়েছে পাকিস্তান দল।  স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে পাকিস্তান। আর তাই বিভিন্নভাবে ভারত- পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন পাক ক্রিকেটাররা।

   

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ভারতের কোন ক্রিকেটার এর প্রতি তারা আলাদা ভাবে নজর দিতে চান না।

এইদিন সাংবাদিক সম্মেলনে বাবর আজমের কাছে জানতে চাওয়া হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দুই ক্রিকেটার নজর কাড়বে? বাবর আজম বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সরাসরি ভাবে এড়িয়ে গিয়ে বলেন, এবারের বিশ্বকাপে বোলারদের মধ্যে নজর কাড়বে পাকিস্তানের হাসান আলি এবং ব্যাটারদের মধ্যে নজর কাড়বে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

উল্লেখ্য, পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ধারেকাছেও নেই উইলিয়ামসন। রানের বিচারে টিটোয়েন্টি ফরম্যাটে সবার শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। অপরদিকে 19 নম্বর স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন।