Papiya Paul

১৪ বছর পর নায়কের চরিত্রে কামব্যাক, ‘চারু’ দেবচন্দ্রিমার সঙ্গে প্রেম করবেন বাবুল সুপ্রিয়!

ফের অভিনয়ে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়। শেষ তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০০৭ সালে তরুণ মজুমদারের ছবি ‘চাঁদের বাড়ি’তে। সেখানে তার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক ১৪ বছর পর আবার নায়কের ভূমিকায় ফিরছেন তিনি। এবার বড় পর্দায় নয়, নতুন একটি ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় কামব্যাক করবেন জনপ্রিয় এই রাজনীতিবিদ। তাকে ফের পর্দায় ফিরিয়ে আনছেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী।

   

স্টার জলসা এই ধারাবাহিক প্রযোজনা করবেন রাজ, এমনটাই জানা গিয়েছে। যদিও এখনো পরিচালনার দায়িত্বে কে থাকবেন সে সবকিছুই ঠিক হয়নি। শোনা গেছে, চিত্রনাট্য লেখার জন্য নাকি মুম্বাই থেকে জনপ্রিয় লেখক-চিত্রনাট্যকারকে নিয়ে আসা হয়েছে। বাবুল যখন সিরিয়ালে থাকবেন তখন সেখানে গান থাকাটাই স্বাভাবিক। সম্ভবত সে দায়িত্ব পালন করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। যদিও রাজ চক্রবর্তী এই বিষয় নিয়ে এখনই মুখ খুলতে চাননি।

এদিন বাবুল স্টুডিতে এসে শট দিয়েছেন বলেও জানা গেছে। বাবুল যদি নায়ক হয় তাহলে তার বিপরীতে দেখা যাবে কাকে? জানা গিয়েছে তার বিপরীতে ‘সাজের বাতি’র চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়কে দেখা যেতে পারে। তিনিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। কেবল বাবুলের সঙ্গে তার সৌজন্য বিনিময় হয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। মূলত অসমবয়সী প্রেম নিয়ে এই ধারাবাহিকের কাহিনী তৈরি হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এরকমই বিষয় নিয়ে ১৯৭৪ সালে বড় পর্দায় পরিচালক পীযূষ বসু তৈরি করেছিলেন ‘বিকেলে ভোরের ফুল’, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন উত্তম কুমার ও সুমিত্রা মুখোপাধ্যায়। এরপর ২০১ সালে ওই একই নামের একটি ধারাবাহিক তৈরি হয়েছিল জি বাংলায় সেখানে অভিনয় করেছিলেন অমিতাভ ভট্টাচার্য ও সুদীপ্তা চক্রবর্তী।