বাংলা টেলি দুনিয়ার এক অত্যন্ত জনপ্রিয় নায়িকা হলেন শ্রাবণী ভূইঁয়া (Shrabani Bhunia)। এর আগে স্টার জলসার ‘মাধবীলতা’ (Madhabilata) সিরিয়ালের (Bengali Serial) হাত ধরেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। তবে মাস কয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায় এই মেগা। তারপর থেকেই প্রশ্নের মুখে পড়ে যায় শ্রাবণীর কেরিয়ার।
এমনিতে গল্পটা ভালোই জনপ্রিয়তা কুড়িয়েছিল দর্শকমহলে। তবে টিআরপি-র খেলায় বিশেষ আসর জমাতে পারেনি সুস্মিত শ্রাবণীর ‘মাধবীলতা’। তাই নতুন সিরিয়ালের কোপে অসময়ে বন্ধ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার। যদিও থেমে থাকেনি শ্রাবণীর কেরিয়ার। কয়েকমাসের বিরতির পর ‘মুকুট’ নিয়ে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।
জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে শ্রাবণী অভিনীত নতুন ধারাবাহিক মুকুট। রাত সাড়ে নয়টার প্রাইম টাইমে দেখানো হয় এই ধারাবাহিক। এদিকে ঐ একই সময়ে দেখানো হয় স্টার জলসার হিট সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টুডিওপাড়ার গুঞ্জন, সূর্য দীপাকে টেক্কা দিতেই আনা হয়েছিল শ্রাবনীর ‘মুকুট’।
তবে টিআরপি তালিকা বলচে, এই ধারাবাহিকের জনপ্রিয়তার ধারেকাছেও ঘেঁষতে পারছেনা শ্রাবণীর নতুন সিরিয়াল। মিডিয়ার খবর, টিভি-তে তো নয়ই, পাশাপাশি ওটিটি বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও কেউ দেখেছেনা ‘মুকুট’। তবে এই সিরিয়ালের প্রতি এমন অনীহা কেন? এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে বেশকিছু কারণ।
দর্শকদের মতে, এই মেগার গল্প নাকি অত্যন্ত বোরিং। রোজ রোজ একঘেয়ে গল্প আর কাঁহাতক দেখা যায়! এরসাথে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বস্তা পচা সব সংলাপ। সবে মিলিয়ে ‘মুকুট’র প্রতি অনিহা বেড়েই চলেছে দর্শকদের। যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও।
আর খুব বেশিদিন এইভাবে চলতে থাকলে নির্মাতারা খুব বেশিদিন ধারাবাহিকটি সম্প্রচার করবেনা বলেই ধারণা নেটিজেনদের। মাত্র তিনমাসের মাথায় মাধবীলতা শেষ হওয়ার পর এখন যদি মুকুট-ও এত জলদি শেষ হয়েছে যায় তাহলে তার ছাপ শ্রাবণীর কেরিয়ারে তো পড়বেই। এই কারণেই অনেকে বলছে, নায়িকার নাকি ভাগ্যটাই খারাপ। এখন দেখা যাক, আর কতদিন দেখানো হয় শ্রাবণীর ‘মুকুট’?