নিউজশর্ট ডেস্কঃ সেপ্টেম্বরে একদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য যেমন ভাল সময় এসেছে, তেমনি অন্যদিকে অন্য সেক্টরের কর্মচারীদের বিরাট সমস্যার সম্মুখীন হতে পারে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে তাদের বেতন কমানো হবে। সূত্রের খবর অনুযায়ী, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ১০,০০০-র বেশি কর্মরত সুপারভাইজার কর্মীদের বেতন কাটা হবে।
ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বলা হয়েছে, মূল বেতন ১৫.৫ শতাংশ হারে কমাতে হবে। জানা গিয়েছে, এই বেতন কমার ফলে ভোপাল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের ৬০০ জন সুপারভাইজার এবং ৯০০ জন কর্মী বিপদে পড়বেন। BHEL কর্পোরেটের নির্বাহী পরিচালক ইউনিটকে এই তথ্য জানিয়ে দিয়েছেন।
এই সংস্থা প্রত্যেক ৩ বছরে বেতন সংশোধনের বিধান রয়েছে। গত ৩ বছরের লাভক্ষতির কথা ভেবেই এই বেতন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর আগে এই সংস্থা ৫ হাজার কোটি টাকার লোকসানে চলেছিল। কিন্তু এরপর গত ২ বছর ধরে ৫০০ থেকে ১০০০ কোটি টাকার লাভ হয়েছে। তবে একটা স্বস্তির খবর, নিম্ন
কর্মীদের বেতন কাটা হবে না। এর সাথেই ইউনিটের পারফরম্যান্সের ভিত্তিতে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হবে।