দক্ষিণী সুপারস্টার প্রভাসের (Prabhas) ব্যাক টু ব্যাক ২টি ফ্লপ ছবি তার ভক্তদের অনেকটাই হতাশ করেছে। এমতাবস্থায় আরেক নতুন সমস্যার উদ্রেক হয়েছে তার জীবনে। প্রভাসের আসন্ন ছবি কেজিএফ (KGF) পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে। ছবির নাম সালার (Salaar),ছবিতে দূর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বাহুবলী খ্যাত এই অভিনেতাকে। কিন্তু এখন যেন প্রভাসের শনির দশা কাটার নামই নেই। এক অদ্ভুত সমস্যার কারণে এর শুটিং বন্ধ রাখতে হয়েছে নির্মাতাদের।
প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস বেশ সমস্যায় পড়েছেন। দিনদিন তার শারিরীক ওজন বেড়েই চলেছে, ডায়েট, শরীরচর্চা কোনো কিছুই বাদ রাখেননি অভিনেতা, কিন্তু তাতেও কাজ হচ্ছে না কিছুই। আর এই বাড়তি মেদের কারণেই পরিচালক আপাতত স্থগিত রেখেছেন ছবির শুটিং। প্রসঙ্গত প্রভাস দীর্ঘদিন ধরে তার ওজন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাধে শ্যামে’র প্রচারের সময় অভিনেতাকে যথেষ্ট আনফিট দেখা যাওয়ায় তীব্র কটাক্ষ করতে ছাড়েনি নেটিজনরা। এমনকি বড়া পাও’এর সাথে তুলনা করেও তীব্র কটাক্ষে বিঁধেছেন নেট জনতারা।
প্রসঙ্গত ‘রাধে শ্যাম’ ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার ‘সিজিআই’ প্রযুক্তির সাহায্যে ছবিতে প্রভাসের শারিরীক গঠনের খামতি ঢেকে দিয়েছিলেন। তবে সেই পন্থা অবলম্বন করতে নারাজ প্রশান্ত নীল। তবে নিখুঁত কাজ করা কেজিএফ পরিচালক এই বিষয়ে ভীষণই কড়া, কোনো রকম আপোষ করতে রাজি নন তিনি। প্রশান্ত চান বাড়তি মেদ ঝরিয়ে আগে বডি টোনড করুক প্রভাস। কোনোরকম প্রযুক্তির আশ্রয় নেওয়ায় বিশ্বাসী নন তিনি।
আর তাছাড়া ‘সালার’ যেহেতু পুরোপুরি অ্যাকশন ভিত্তিক ছবি তাই এতে প্রভাসের শারিরীক ভাবে ফিট থাকার অত্যন্তই জরুরী। আর তাই পরিচালকের দাবি মেনে শুটিং বন্ধ রেখে এখন বাড়তি মেদ ঝরাতে ব্যস্ত এই অভিনেতা। যতক্ষন না প্রশান্ত আদেশ দিচ্ছেন ততক্ষন পর্যন্ত ‘সালার’এর শুটিংয়ে ফিরবেন না প্রভাস। প্রশান্তের বক্তব্য, সম্পূর্ণ নতুন লুকে পর্দায় আনা হবে প্রভাসকে।
প্রসঙ্গত, ‘সালার’ ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী শ্রুতি হাসানকে। এছাড়াও প্রশান্ত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জগপতি বাবু, আর পৃথ্বীরাজ সুকুমারনকে। মিডিয়া সূত্রে খবর, আগামী বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।