Arijit

পতাকা বিতর্কে উত্তাল বাংলাদেশ! পাকিস্তানকে ফেরত পাঠানোর দাবি তুললেন বাংলাদেশের মন্ত্রী

বিশ্বকাপের পরে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছে গিয়েছে পাকিস্তান। সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। তবে সেই সিরিজ শুরু হওয়ার আগে তুমুল বিতর্ক সৃষ্টি করল পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের মাঠে নিজেদের পতাকা লাগিয়ে অনুশীলন করছিল শাহীন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

   

পাকিস্তানের এমন কাণ্ড দেখে বেজায় চটেছেন বাংলাদেশীরা। ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের একাংশ। এবার পাকিস্তানের এই কাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশের মন্ত্রী মুরাদ হাসান।

বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দাবি করেন, ” পাকিস্তান ক্রিকেট দল নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে পাকিস্তানের এমন আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। পাকিস্তানের কোন অধিকার নেই বাংলাদেশের মাটিতে চাঁদ তারা যুক্ত পতাকা লাগানো। এছাড়াও তিনি দাবি করেন অবিলম্বে পতাকা সহ পুরো পাকিস্তান দলকেই ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।”