হিরো আলম,বাংলাদেশ,গায়ক,রবীন্দ্র সংগীত,সোশ্যাল মিডিয়া,সমালোচনা,বিনোদন,Hero alom,Bangladesh,singer,Rabindra Sangeet,social media,troll,entertainment

Moumita

‘রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নিশ্চয়ই সুইসাইড করতেন’, হিরো আলমের রবীন্দ্র সঙ্গীত শুনে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

বাংলাদেশের অন্যতম বিখ্যাত অভিনেতা হিরো আলম। তার আসল নাম আশরাফুল আলম হলেও সারা সোশ্যাল মিডিয়াতে তিনি হিরো আলম নামেই বিখ্যাত। ফেসবুক হোক বা ইউটিউব, সব জায়গাতেই সমান জনপ্রিয় তিনি। তিনি একাধারে সব করেন, চলচ্চিত্র পরিচালনা থেকে গান, আবার সেখান থেকে অভিনয় সবই ‘তার মতো করে’ পারেন তিনি। আর তিনি যাই করেন তাই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে একখানা গাড়ি কিনেছিলেন তিনি, সেই ব্যাপারেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তিনি। তবে প্রশংসার বদলে ট্রোল বা কটাক্ষই বেশি জোটে তার কপালে। তবে সম্প্রতি আবারও ভাইরাল হয়েছেন তিনি, আবারো তাকে নিয়ে চলছে ট্রোল।

   

বিনোদনের প্রয়োজনেই মানুষ তৈরি করে বিভিন্ন গান, সিনেমা, হাস্যকৌতুক ইত্যাদি। এর আগে পুষ্পা ছবির বিখ্যাত শ্রীভাল্লি গান থেকে টাইটানিকের গান, সবই তার গলায় শুনতে পেয়েছে মানুষ। কটাক্ষ এলেও তার গান শুনতে ভোলেনি মানুষ। কিন্তু তিনি এসব সমালোচনা বা কটাক্ষে দমে জাননি। তিনি আবার এদেশের বিখ্যাত রানু মন্ডল এবং ভুবন বাদ্যকরের সাথে জুটি বাঁধেন তিনি। কিন্তু এবার যা করলেন তাই নিয়ে রীতিমত হইহই পড়ে গিয়েছে দুই বাংলার সংগীত মহলে।

হিরো আলম,বাংলাদেশ,গায়ক,রবীন্দ্র সংগীত,সোশ্যাল মিডিয়া,সমালোচনা,বিনোদন,Hero alom,Bangladesh,singer,Rabindra Sangeet,social media,troll,entertainment

তাকে এদিন রবীন্দ্র সংগীত গাইতে শোনা যায়, আর তার পরেই ভাইরাল সেই ভিডিও। তার গান শুনেই তাকে নিয়ে তৈরি হতে থাকে কটাক্ষ এবং সমালোচনা। তার গলায় শোনা যায়, ‘আমারও পরাণ যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’ গাইছেন তিনি। এরপর ‘আমি শুনেছি সে দিন তুমি’ গানটি গেয়ে শুনিয়েছেন তিনি। অনেকে তাকে কটূক্তি করে এও বলেছেন যে, গানটার একেবারে ধর্ষণ করে দিয়েছেন আলম।

তার অবশ্য এসবে তেমন হেলদোল নেই। তিনি বলেন,“‘আমি একজন বাঙালি, তাই সবার মত আমারও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অধিকার রয়েছে। আমি আমার মত করেই চেষ্টা করছি, ভুলত্রুটি হল আমায় ক্ষমা করবেন। আর রবীন্দ্রনাথের গান আমারও খুবই পছন্দের। তাই আমি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করেছি। আর আমার অনুরাগীদের উপহার দিতে চেয়েছি’।”